১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীন (৫৭) গত ২১শে জুলাই রোজ মঙ্গলবার দিবাগত রাত ১-টায় হৃদরোগে (হার্ট এ্যাটাক) আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বাদ যোহর চারঘাট থানার মেরামতপুর আহলেহাদীছ ঈদগাহ ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। তার অছিয়ত অনুযায়ী জানাযায় ইমামতি করেন গোপালপুর আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা নাযিমুদ্দীন। জানাযা শেষে তাকে মেরামতপুর আহলেহাদীছ গোরস্থানে দাফন করা। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা উপযেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার মোহনপুর উপযেলার সাবেক উপদেষ্টা ও ধুরইল এলাকা ‘আন্দোলন’-এর সাবেক অর্থ সম্পাদক এবং বাহরাইনের আল-ফোরক্বান ইসলামিক সেন্টারের দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানীর পিতা মুহাম্মাদ যয়নুল আবেদীন (৬৮) গত ১৬ই আগস্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১১-টায় হৃদরোগে (হার্ট এ্যাটাক) আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বেলা সাড়ে ১১-টায় পিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার দ্বিতীয় পুত্র মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ও আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয আখতার মাদানী, যুবসংঘ- কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, হাফাবা গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ নাজীব, রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুররুল হুদা সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

৩. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মেহেরপুর যেলা সংগঠনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুযযামান-এর পিতা মুহাম্মাদ মকবূল হোসাইন শেখ (৮১) গত ১৬ই আগস্ট রবিবার বিকাল সাড়ে ৫-টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন দিবাগত রাত আড়াইটায় হাড়াভাঙ্গা আহলেহাদীছ গোরস্থান সংলগ্ন ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার পৌত্র ও যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক তরীকুযযামানের কনিষ্ঠ পুত্র মুহাম্মাদ তানভীরুয্যামান (১৮)। জানাযা শেষে তাকে হাড়াভাঙ্গা আহলেহাদীছ গোরস্থানে দাফন করা। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, হাড়াভাঙ্গা ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রাযযাক, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।






‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
বার্ষিক কর্মী সম্মেলন ২০২১ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
মহিলা সমাবেশ
যেলা সম্মেলন : সাতক্ষীরা (অহি-র বিধানই চূড়ান্ত) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মহিলা সমাবেশ
সুধী সমাবেশ
সুধী সমাবেশ
মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
বর্ষবরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ প্রত্যাহার করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.