ঐ শোন রোহিঙ্গা শিশুর করুণ আর্তনাদ,
লক্ষ মাছূমের জীবন হানিতে
বার্মা পেতেছে ফাঁদ।
বুলেটের আঘাতে তাদের দেহ
ঝাঝরা হ’ল যে তাই,
দিবা-নিশি শুধু ঝরিছে অশ্রু
চোখের পানি শুকায় নাই।
আকাশে বাতাসে সর্বত্র আজি
শুনিছে কান্নার সুর,
বিশ্ব বিবেক শোনে সে কান্না
সে তো নয় বহু দূর!
তটিনী প্রবাহ স্তব্ধ হ’ল আজ
লাশের মিছিল দেখি
মা হারা শিশু পিতা হারা পুত্র
দৌঁড়ায় আগুন দেখি।
বৌদ্ধ ভিক্ষু অহিংসা যাদের
ধর্ম মন্ত্র বুলি,
তারাই তো আজি অস্ত্র হাতে নিয়ে
খেলিছে রক্তের হোলি।