আত-তাহরীক! তুমি কলমী জিহাদের গর্বিত সৈনিক
আত-তাহরীক! তুমি প্রচার করেই চলেছ দ্বীন সঠিক।
আত-তাহরীক! তুমি হকের পথের বীর মুজাহিদ,
আত-তাহরীক! তুমি অহি-র ঝান্ডাবাহী অনন্য শাহিদ!
আত-তাহরীক! তুমি চবিবশ বছর যাবৎ নাওনি কোন বিশ্রাম
আত-তাহরীক! তুমি হক্বের দাওয়াতে ভুলেছ নিজ আরাম!
আত-তাহরীক! তুমি ২৪ বছরের অনন্য গৌরব
আত-তাহরীক! তুমি বিলাও ধরায় দ্বীনের অনুপম সৌরভ।
আত-তাহরীক! তুমি লাখো জনতার প্রিয় পত্রিকা
আত-তাহরীক! তোমার প্রতিটি পাতায় জ্ঞানের কথা অাঁকা।
আত-তাহরীক! তুমি পার করেছ দুই যুগ সফলতার সাথে
আত-তাহরীক! তুমি থেকেছ অবিচল শত্রুর শত আঘাতে।
আত-তাহরীক! তুমি করলে ২৫তম বর্ষে পদার্পণ
আত-তাহরীক! তোমার এই সফলতা কামনা করি অনুক্ষণ।
আত-তাহরীক! তোমায় জানাই অকৃত্রিম ভালোবাসা
আত-তাহরীক! তুমি হক প্রতিষ্ঠা করে পূরাও মোদের আশা।
হে ইলমের মহাদরিয়া! এগিয়ে চল সফলতার সাথে
আজীবন মোরা রইবো শরীক সর্বক্ষণ তোমার সাথে!
মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।