বিশ্বের বাঘা বাঘা সব স্নায়ুবিজ্ঞানীদের নিয়ে গঠিত হয়েছে ‘নিউরালিঙ্ক’ নামের একটি কোম্পানী। কোম্পানীটি এখন এমন এক সূক্ষ্ম যন্ত্র তৈরীর চেষ্টা চালাচ্ছে, যা মানুষের মস্তিষ্কে বসানো যাবে। যন্ত্রটি মানুষের স্মৃতিশক্তি বাড়ানো অথবা কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।

প্রযুক্তি বিশ্বের কিংবদন্তী এলন মাস্ক। তিনি মঙ্গল গ্রহে বসতি স্থাপন, উচ্চগতির হাইপারলুপ যোগাযোগ কিংবা স্বয়ংক্রিয় যান চলাচল প্রযুক্তির মতো ভবিষ্যৎ ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে কাজের জন্য ব্যাপক পরিচিত। তার এসব উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সঙ্গে আরও একটি উদ্যোগ যুক্ত হয়েছে। আর তা হ’ল মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ স্থাপন। এরই মধ্যে এই গবেষণার জন্য ‘নিউরালিঙ্ক’ নামের একটি কোম্পানী গড়েছেন। তিনি। একাজে ৫১ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত ৩৯ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছেন।






আরও
আরও
.