বিশ্বে জনসংখ্যা ক্রমবর্ধমান। তাদের খাবার জোগাতে রয়েছে কৃষক ঘাটতি। সেই ঘাটতি পূরণ, আবহাওয়া পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সহায়তার লক্ষ্যেই উদ্ভাবন করা হয়েছে রোবটটি। মার্কিন খামার সরঞ্জাম প্রস্ত্ততকারক জন ডিরি এবং ফরাসী কৃষি রোবট স্টার্ট-আপ নাইও এ প্রযুক্তি উদ্ভাবনের কথা জানান। জন ডিরি তার জনপ্রিয় ৮আর ট্রাক্টর, একটি লাঙ্গল, জিএসপি এবং ৩৬০-ডিগ্রি ৬ জোড়া ক্যামেরাকে একত্রিত করে এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন- যা একজন কৃষক তার স্মার্ট থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মূল্য নির্ধারিত না হ’লেও এ বছরই যুক্তরাষ্ট্রে এটির বাজারজাত হবে বলে জানিয়েছেন উদ্ভাবক।






আরও
আরও
.