পরীক্ষাগারে তৈরী রক্ত প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষা করে দেখলেন যুক্তরাজ্যের গবেষকেরা। তারা বলছেন, রক্তের নানা সমস্যা সমাধানে তাদের এই গবেষণা কাজে লাগবে। এছাড়া বিরল রক্তের গ্রুপসহ বিভিন্ন চিকিৎসায় পরীক্ষাগারে তৈরী রক্ত ব্যবহার করা যাবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের দু’জন রোগীকে পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণে রক্ত দিয়ে পরীক্ষা করা হয়েছে। কয়েক চামচের সমান রক্ত দিয়ে তা মানুষের শরীরে কেমন কাজ করে, তা দেখার উদ্দেশ্যে তারা এ গবেষণা করেন। এরপর তারা ১০ জন স্বেচ্ছাসেবকের উপর কয়েক মাস ধরে এই পরীক্ষা চালাবেন। মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রোগীর শরীরে দেওয়া হ’লে যে কাজ করে, সে তুলনায় পরীক্ষাগারে তৈরী এ রক্তের আয়ুষ্কাল কত, তা বের করার চেষ্টাও করবেন তারা। গবেষকেরা আরো বলেন, তাদের পরীক্ষার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ও দুর্লভ গ্রুপের রক্ত তৈরী করা।

তবে এক্ষেত্রে তারা আর্থিক ও কারিগরী বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন। তাদের দাবি, সাধারণ রক্তদান পদ্ধতিতে খরচের চেয়ে কৃত্রিম রক্ত তৈরির খরচ অনেক বেশি হবে। এ ছাড়া স্টেম সেল সংগ্রহের বিষয়টিও একটি চ্যালেঞ্জ। যথেষ্ট পরিমাণ স্টেম সেল না পাওয়া গেলে রক্তের পরিমাণ হবে খুব অল্প।







আরও
আরও
.