চীন প্রথমবারের মত
কাঁচ ব্যবহার করে একটি সাসপেনশন ব্রিজ তৈরী করেছে। চীনের হুনান প্রদেশের
পিংইং কাউন্টির জাতীয় ইকোপার্কে নির্মাণ করা হয়েছে ৯৮৪ ফুট দীর্ঘ এই
সেতুটি। স্থানীয় দু’টি পাহাড়ের মধ্যে সংযোগকারী এই ব্রিজটি নির্মাণ করা
হয়েছে সমতল থেকে ৫শ’ ৯১ ফুট উপরে। ‘সাহসী মানুষের সেতু’ নামের এ সেতুটি
সম্প্রতি খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য। প্রাথমিক নকশায় এই ব্রিজটিতে
কাঠের পাটাতন ব্যবহার করার কথা থাকলেও পরে তার পরিবর্তে স্বচ্ছ টেম্পার্ড
গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নেন প্রকৌশলীরা। সাধারণের চেয়ে ২৫ গুণ শক্ত
প্রায় ১ ইঞ্চি পুরু কাঁচ ব্যবহার করা হয়েছে এই ব্রিজটি নির্মাণে। বিশেষ
ধরনের জুতা পায়ে দিয়ে এই ব্রিজে উঠতে হয় দর্শনার্থীদের। মানুষের স্বভাবজাত
উচ্চতাভীতি থাকলেও প্রতিদিনই দলে দলে বহু পর্যটক এসে ভিড় করছেন এই সেতুটি
দেখতে। চীনের এই ব্রিজটি এ যাবতকালে নির্মিত সবচেয়ে দীর্ঘ গ্লাস সাসপেনশন
ব্রিজ।
[দূর অতীতে সাবা-র রাণী বিলক্বীস সুলায়মান (আঃ)-এর স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদে প্রবেশকালে সেটাকে স্বচ্ছ গভীর পানির আধার ভেবে ভ্রমে পতিত হন এবং পায়ের নলা উন্মুক্ত করে ফেলেন’ (নামল ২৭/৪৪)। আজ থেকে প্রায় ৩০০০ বছর পূর্বে যদি মধ্যপ্রাচ্যের বুকে শাম ও ইরাক অঞ্চলে সর্বযুগের বিস্ময় হিসাবে সর্বোচ্চ প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার করার দৃষ্টান্ত থাকতে পারে, তাহ’লে এ যুগে এতে বিস্ময়ের কিছু নেই (স.স.)]