দেশের কওমী মাদ্রাসায় কোন জঙ্গী তৈরী হয় না বলে অভিমত ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা অকারণেই বলেন যে, কওমী মাদ্রাসাগুলোতে জঙ্গী তৈরী করা হয়। আমি এটা বিশ্বাস করি না। মাদ্রাসাগুলো ইসলামের খুঁটিনাটি বিষয় শিক্ষা দিয়ে থাকে। মাদ্রাসা শিক্ষার্থীদের দু’চারজন পথভ্রষ্ট হ’তেই পারে। গত ১৭ই ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সে ‘জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একশ্রেণীর আলেম-ওলামা আছেন যারা কথায় কথায় নাস্তিকতার বিষয়টি আনেন। আমাকে নাস্তিক বলেন, প্রধানমন্ত্রীকে নাস্তিক বলেন। অথচ প্রধানমন্ত্রী ছালাত আদায় করেন, কুরআন পড়েন। সভায় দেশের এক লাখ আলেম-ওলামা নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে যে কমন ফৎওয়া লেখার সিদ্ধান্ত হয়েছ, তার একটি কমিটির অনুমোদন দেন আইজিপি।

সভায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মুনীরুল ইসলাম বলেন, জঙ্গীদের টার্গেট অন্য কেউ নয়, তাদের টার্গেট মুসলমানরাই। গ্রেফতারকৃত জঙ্গীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কুরআনের খন্ডিত আয়াত ব্যাখ্যা করে ভুল পথে আসছে। তাদের ইসলাম সম্পর্কে গভীর ধারণা নেই। আইন প্রয়োগ করলে তাদের জীবন শেষ হয়ে যাবে। কাজেই আপনারা বোঝাতে পারলে তারা ভুল পথে পরিচালিত হবে না। তারা ইসলামের সঠিক ব্যাখ্যা জানলে জঙ্গীবাদ থেকে ফিরে আসবে।






আরও
আরও
.