গত সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. নবী করীম (ছাঃ)-এর কথা, কাজ ও সমর্থনকে হাদীছ বলে।

২. হাদীছ দু’প্রকার। যথা- (১) মাকবূল (গ্রহণযোগ্য) (২) মারদূদ (প্রত্যাখ্যাত)।

৩. মাকবূল হাদীছ দু’প্রকার। যথা- ছহীহ ও হাসান।

৪. দু’প্রকার। যথা- যঈফ (দুর্বল) ও জাল (বানোয়াট)।

৫. যে হাদীছ নির্ভরযোগ্য ও পূর্ণ স্মৃতিশক্তি সম্পন্ন বর্ণনাকারী বর্ণনা করেছেন। যার সনদ পরস্পর সম্পৃক্ত, তার মধ্যে গোপন ত্রুটি এবং তা শাযও (অন্য কোন অধিকতর নির্ভরযোগ্য রাবীর বর্ণনার বিরোধী) নয়, তাকে ছহীহ হাদীছ বলে।

৬. যে হাদীছ নবী করীম (ছাঃ)-এর কথা, কাজ বা সমর্থন হিসাবে উল্লেখ করা হয়েছে, তাকে মারফূ হাদীছ বলে।

৭. যে কথাটি মানুষ তৈরী করেছে, অতঃপর তা নবী করীম (ছাঃ)-এর নামে চালিয়ে দেয়া হয়েছে তাকে জাল হাদীছ বলে।

৮. প্রসিদ্ধ ছহীহ হাদীছ গ্রন্থ ৬টি। বুখারী, মুসলিম, আবু দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনু মাজাহ।

৯. বুখারী ও মুসলিমকে।

১০. যে হাদীছটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম স্ব স্ব গ্রন্থে উল্লেখ করেছেন, তাকে ‘মুত্তাফাকুন আলাইহ’ বলা হয়।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)

১. হাদীছ গ্রন্থগুলোর মধ্যে কোন কিতাবে সবচেয়ে বেশী হাদীছ সংকলিত হয়েছে?

২. মুসনাদে আহমাদে কতটি হাদীছ রয়েছে?

৩. ছহীহ বুখারীতে কতটি হাদীছ রয়েছে?

৪. ছহীহ মুসলিমে কতটি হাদীছ রয়েছে?

৫. সুনানে আবু দাঊদে কতটি হাদীছ রয়েছে?

৬. সুনানে তিরমিযীতে কতটি হাদীছ রয়েছে?

৭. সুনানে নাসাঈতে কতটি হাদীছ রয়েছে?

৮. সুনানে ইবনে মাজাহতে কতটি হাদীছ রয়েছে?

৯. ছহীহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যগ্রন্থের নাম কি?

১০. কুরআনের পর সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১. আজব এক বস্ত্ত দেখে এলাম হাটে

আট পা তার দুই হাঁটু, লেজ আছে তার পিঠে।

২. রাস্তা দিয়া দুইটি মেয়ে যাচ্ছে চলিয়া

একই দামের একই শাড়ী দুইজনে পরিয়া।

কত দামের শাড়ী এবং সম্বন্ধে কি হয়?

একথায় বল দাম, দাও পরিচয়।

৩. ভাষা আছে কথা আছে সাড়া-শব্দ নেই,

প্রাণীর সাথে থেকেও তার নিজের প্রাণ নেই।

৪. তুমি আমি একজন দেখতে একরূপ

আমি কত কথা কই তুমি কেন চুপ?

৫. জন্ম হ’তে যতক্ষণ আয়ু হবে তার

মৃত্যুর ততক্ষণ পরে হাসে সে আবার।

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

আল্লাহর দান

আলী হোসাইন ছাদ্দাম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

এই সবুজ শ্যামল

সোনালী ফসল,

সাগর, পাহাড় ও নদী

জীব-জন্তু পশু-পাখি,

নীলাকাশ চাঁদ-সুরুয

স্নিগ্ধ আলো জোছনা

সব তোমারই দান,

ওগো রহীম রহমান!

ভালো অভ্যাস

তাসনীম আব্দুল্লাহ ফুওয়াদ

৪র্থ শ্রেণী, নওদাপাড়া, রাজশাহী।

সবচেয়ে সেরা নাম হ’ল আল্লাহ

আমরা তাকে ডাকি।

সবচেয়ে সেরা নেতা হ’লেন মুহাম্মাদ

আমরা তাঁকে অনুকরণ করি।

সবচেয়ে সেরা ধর্ম হ’ল ইসলাম

আমরা তা মেনে চলি।

সবচেয়ে সেরা গ্রন্থ হ’ল আল-কুরআন

আমরা তা অর্থসহ পড়ি।

সবচেয়ে সেরা ব্যাখ্যা গ্রন্থ হ’ল হাদীছ

আমরা তা চর্চা করি।

সবচেয়ে সেরা গান হ’ল আযান

আমরা তা মনোযোগ দিয়ে শুনি।

সবচেয়ে সেরা অভ্যাস হ’ল ছালাত

আমরা তা সময় মত আদায় করি।

এগুলোই হ’ল সফলতার গ্যারান্টি।

***






আরও
আরও
.