গত সংখ্যার ইসলামী জ্ঞান  (ক্বিয়ামত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ইয়ামান থেকে আগুন নির্গত হওয়া।

২. (ক) সুফারিশকারীর সুফারিশ করার ক্ষমা থাকতে হবে (খ) যার জন্য সুফারিশ করা হবে তাকে তাওহীদপন্থী মুসলিম হ’তে হবে (গ) যার জন্য সুফারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। (ঘ) সুফারিশকারীর জন্য আল্লাহর অনুমতি হ’তে হবে।

৩. সত্তর হাত।

৪. টাখনুর নীচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী পুরুষ, মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয়কারী, দান করে খোটা দানকারী, যে পথিকের কাছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও অন্য পথিককে দেয় না ও দুনিয়াবী উদ্দেশ্যে আমীরের নিকটে বায়‘আতকারী।

৫. শেষ নবী মুহাম্মাদ (ছাঃ)।    ৬. মূসা (আঃ)।

৭. ইবরাহীম (আঃ)-কে।       ৮. ছালাতের।

৯. খুনের বা হত্যার।                         ১০. ঠান্ডা পানির।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. লসিকায়           ২. মেলানিন

৩. ৩৫০ মি.লি.      ৪. পাকস্থলী

৫. বিলিরুবিন        ৬. স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে

৭. সাইনভিয়াল সন্ধি ৮. স্টেপিস

৯. পিত্তরস                        ১০. গ্লোকাগন

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (রামাযান বিষয়ক)

১. রামাযানের ছিয়াম কত হিজরীতে ফরয হয়?

২. রামাযানের পূর্বে কোন ছিয়াম ফরয ছিল?

৩. ছিয়াম ইসলামের কততম রুকন?

৪. রামাযানের বিশেষ ৩টি ফযীলত কি কি?

৫. রামাযানের মাহাত্ম্য প্রকাশক তিনটি বৈশিষ্ট্য কি কি?

৬. ছিয়ামের বিশেষ তিনটি ফযীলত কি কি?

৭. ছাওমে বিছাল কি?

৮. ছায়েমকে কোন জান্নাতে প্রবেশ করানো হবে?

৯. রামাযানে ওমরাহ করার ফযীলত কি?

১০. রামাযানের শেষ দশকে রাসূল (ছাঃ) কি কি কাজ করতেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয়?

২. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?

৩. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশী পরিমাণে আছে?

৪. লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী?

৫. জরায়ু সংকোচনে সহায়তা করে কোন হরমোন?

৬. রক্ত কি ধরনের কলা?

৭. স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে?

৮. প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে?

৯. রক্তের চাপ কোথায় সবচেয়ে কম?

১০. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ 

খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী ২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার শাহমখদুম থানাধীন খিরশিনটিকর আল-হেরা আহলেহাদীছ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মাদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুহাম্মাদ বেলাল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক মুহাম্মাদ মামূনুর রশীদ, মুনীরুয্যামান, মাযহারুল ইসলাম ও ইমরান আলী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ইমরান হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ আল-আমীন।

জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২১শে ফেব্রুয়ারী শুত্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তামীম আহমাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফারজানা খাতূন।

হরিদাগাছি, মোহনপুর, রাজশাহী ২১শে ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর থানাধীন হরিদাগাছি ফুরকানিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম, মুহাম্মাদ বেলাল হোসাইন ও রাজশাহী মহানগরীর সোনামণি সহ-পরিচালক খালেদ হাসান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি অাঁখি খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে রুখছানা খাতূন। উক্ত প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক আবু বকর ছিদ্দীক।

ধানতৈড়, তানোর, রাজশাহী ২রা মার্চ সোমবার : অদ্য বাদ আছর যেলার তানোর থানাধীন ধানতৈড় আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি পরিচিতি’র উপর এক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও মুহাম্মাদ মুঈনুল ইসলাম। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ৭০ জন সোনামণি অংশগ্রহণ করে। সোনামণি বালক ও বালিাকাদের আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মাদ মুখলেছুর রহমান।

ধোবাকল (বাঙ্গালীপুর), নুরুল হুদা, পার্বতীপুর, দিনাজপুর ২রা মার্চ সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার পার্বতীপুর থানাধীন নূরুল হুদার ধোবাকল (বাঙ্গালীপুর) আহলেহাদীছ ওয়াক্তিয়া মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আহনাফ ফায়ছাল ও ইসলামী জাগরণী পরিবেশন করে তানভীর ছাকিব।

টেমা, মোহনপুর, রাজশাহী ৪ঠা মার্চ বুধবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর থানাধীন টেমা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আবু তালেব ও ইসলামী জাগরণী পরিবেশন করে তাহরীমা খাতূন।






আরও
আরও
.