নিমেণর ৮টি বিষয়ের মধ্যে প্রথমটি আবশ্যিক। বাকী বিষয়গুলির যে কোন ২টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বিষয়গুলির ১, ২, ৩, ৪, ৬ ও ৭ নং মৌখিকভাবে (প্রশ্ন লটারী পদ্ধতিতে) এবং ৫ নং এমসিকিউ পদ্ধতিতে ও ৮ নং লিখিতভাবে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।
প্রতিযোগিতার বিষয় :
১. আক্বীদা (আবশ্যিক) : প্রশ্নোত্তর (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)।
২. হিফযুল কুরআন তাজবীদসহ : (২৯ ও ৩০তম পারা)।
৩. অর্থসহ হিফযুল কুরআন ও অর্থসহ হিফযুল হাদীছ।
(ক) অর্থসহ হিফযুল কুরআন : সূরা আন‘আম (৭৪-৭৯) আয়াত।
(খ) অর্থসহ হিফযুল হাদীছ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১০টি হাদীছ)।
৪. দো‘আ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)।
৫. সাধারণ জ্ঞান :
(ক) সোনামণি জ্ঞানকোষ-১-এর ইসলামী জ্ঞান (৭১-১৪১ নং প্রশ্ন), মেধা পরীক্ষা ইংরেজী (১-৩৪ নং প্রশ্ন), একটুখানি বুদ্ধি খাটাও/ধাঁধা (১-২৬ নং প্রশ্ন) ও রহস্য (১-২১ নং প্রশ্ন)।
(খ) সোনামণি জ্ঞানকোষ-২-এর ইসলামী জ্ঞান (১-৮০ নং প্রশ্ন), সাধারণ জ্ঞান (চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ), সাধারণ জ্ঞান (বিদেশ ২৭-৫৩; উদ্ভিদ জগৎ ২১-৩৯; শিশু অধিকার ৭-১৬ নং প্রশ্ন), মেধা পরীক্ষা (গণিত ১-৩৯ নং প্রশ্ন), সংগঠন বিষয়ক (১-৩৯ নং প্রশ্ন) এবং Poem হ’ল কবিতা।
৬. সোনামণি জাগরণী : কেন্দ্র কর্তৃক নির্বাচিত ৫টি জাগরণী।
৭. আযান : (শুধু বালকদের জন্য)।
৮. হস্তাক্ষর প্রতিযোগিতা : আয়াতুল কুরসী (বাক্বারাহ ২৫৫ আয়াত) আরবী ও বাংলা।
৯. গঠনতন্ত্র ও সোনামণি প্রতিভা প্রতিযোগিতা : এমসিকিউ পদ্ধতিতে (পরিচালকগণের জন্য)
(ক) সোনামণি গঠনতন্ত্র (সম্পূর্ণ বই)।
(খ) সোনামণি প্রতিভা-এর ১. সম্পাদকীয় : শিশুর ইসলামী শিক্ষা ২১তম সংখ্যা জানুয়ারী-ফেব্রুয়ারী’১৭; ছবর ২৮তম সংখ্যা মার্চ-এপ্রিল’১৮; অন্ধকার থেকে আলোর পথে ২৯তম সংখ্যা মে-জুন’১৮; ছোটদের সেণহ করো, ৪০তম সংখ্যা মার্চ-এপ্রিল’২০; সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকো ৪১তম সংখ্যা, মে-জুন’২০। ২. প্রবন্ধ : শিশু-কিশোরদের মধ্যে অনৈতিকতা প্রবেশ : কারণ ও প্রতিকার, ২৬-৩১তম সংখ্যা; আদর্শ সন্তান গঠনে মায়েদের ভূমিকা, ৩৬-৪০তম সংখ্যা।
প্রতিযোগিতার নীতিমালা :
প্রতিযোগিতার তারিখ :
১. শাখা : ৯ই অক্টোবর (শুক্রবার, সকাল ৮-টা)।
২. উপযেলা : ১৬ই অক্টোবর (শুক্রবার, সকাল ৮-টা)।
৩. যেলা : ২৩শে অক্টোবর (শুক্রবার, সকাল ৮-টা)।
৪. কেন্দ্রীয় কার্যালয় : ১২ই নভেম্বর (বৃহস্পতিবার, সকাল ১০-টা)।
বি. দ্র. দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী সকল স্তরের প্রতিযোগিতার তারিখ পরিবর্তন হ’তে পারে।