গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১.  তৎকালীন মিসরের সম্রাটদের উপাধি।

২. মূসা (আঃ)-এর সাথে সম্পর্কিত।

৩.  দু’জন।

৪. মানেপতাহ বা মারনেপতাহ।

৫. ১৯০৭ সালে, মিশরের পিরামিডে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

  1. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের ভিতরের অবস্থা দেখার জন্য ব্যবহৃত যন্ত্র বিশেষ।
  2. শব্দতরঙ্গ ব্যবহার করে দেহের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গের ছবি নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
  3. হৃদরোগ নির্ণয় করা।
  4. ‘লেজার রশ্মি’-এর সাহায্যে।
  5. ইন্সুলিন।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী) :

১. আদম (আঃ)-এর কত শতাব্দী পরে নূহ (আঃ) রাসূল হিসাবে প্রেরিত হন?

২. নূহ (আঃ) কেন প্রেরিত হন?

৩. নূহ (আঃ) কত বছর বয়স প্রাপ্ত হন?

৪. নূহ (আঃ) মানবজাতির নিকটে কি বলে খ্যাত?

৫. পৃথিবীতে প্রেরিত প্রথম রাসূল কে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি) :

১. দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্রের নাম কি?

২. রেইনগেজ কি কাজে ব্যবহার করা হয়?

৩. উষ্ণতা পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়?

৪. ড্রেজার মেশিনের কাজ কি?

৫. ধান মাড়াই করা মেশিনের নাম কি?

সংগ্রহে : বযলুর রহমান

 কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

মোহনপুর, রাজশাহী ১১ জুন সোমবার :  অদ্য সকাল ৭-টায় কৃষ্ণপুর দারুল উলূম মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার মুঞ্জুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক্ব। অনুষ্ঠানে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট সোনামণি কৃষ্ণপুর শাখা পরিচালনা পরিষদ এবং পৃথক বালক ও বালিকা শাখা কর্ম পরিষদ গঠন করা হয়।

শ্বেতপুর (পূর্ব), আশাশুনি, সাতক্ষীরা ১৩ জুন মঙ্গলবার : অদ্য বাদ আছর শ্বেতপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। আশাশুনি উপযেলা ‘সোনামণি’র পরিচালক মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সুধী মুযাফফর রহমান এবং যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক অলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শ্বেতপুর (পূর্ব) শাখা পরিচালনা পরিষদ ও শাখা কর্ম পরিষদ গঠন করা হয়।

সোনামণিদের পণ

মুহাম্মাদ শহীদুল্লাহ

মদীনাতুল উলুম কামিল মাদরাসা

কাজলা, রাজশাহী।

আমরা সোনামণি,

মানব প্রভুর বাণী।

কুরআন হাদীছ পড়ব,

সুন্দর জীবন গড়ব।

ছহীহ হাদীছ পড়ব,

হক্বের পথে চলব।

মিলেমিশে থাকব,

অন্যায়কে রুখব।

ছহীহ হাদীছ জানব,

নবীর আদেশ মানব।

কুরআন হাদীছ মানব,

আল্লাহকে সন্তুষ্ট রাখব।

দেশের সেবা করব,

ইসলামী দেশ গড়ব।

ইলম করব অর্জন

অন্যায় করব বর্জন।

সত্য কথা বলব,

ন্যায়ের পথে চলব।

মিথ্যা কথা বলব না,

অন্যায় পথে চলব না।

থাকব ভাল ছেলেদের সনে

পণ করেছি তাই মনে।

***






আরও
আরও
.