গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইতিহাস বিষয়ক)-এর সঠিক উত্তর

১. হারিছ ইবনে আবী হালাহ (রাঃ)।

২. খাদীজা বিনতু খুওয়াইলিদ (রাঃ)।

৩. সোওয়াইদ ইবনে ছালত।      

৪. হযরত ঈসা (আঃ)।                  ৫. ইমাম মাহদী।

৬. খোবাইব ইবনে আদী (রাঃ)।        ৭. মু‘আবিয়া (রাঃ)।

৮. ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)।         ৯. মু‘আবিয়া (রাঃ)।

১০. ওছমান (রাঃ) (ছাহাবীগণের মধ্যে)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক)-এর সঠিক উত্তর

১.  মাইকেল ফ্যারাডে, ১৮৩১, যুক্তরাজ্য।

২. রুডলফ ডিজেল, ১৮৯৫, জার্মানী ।

৩. নিকোলাস অটো, ১৮৭৬, জার্মানী ।

৪. স্টিফেনসন, ১৮২৫, যুক্তরাজ্য।

৫. জেমসওয়াট, ১৭৬৯, স্কটল্যান্ড।

৬. জেমস হ্যারিসন, ১৮৫১, যুক্তরাষ্ট্র।

৭. গ্যালিলিও গ্যালিলি, ১৫৯৩, ইতালি।

৮. ব্রেইড রেড, যুক্তরাষ্ট্র।

৯. সেইমার ক্রে।

১০. উইলিয়াম ইংলিশ।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইস. ইতিহাস বিষয়ক)

১. হজ্জে প্রথম নেতৃত্ব দানকারী ছাহাবী কে?

২. জিহাদের জন্য প্রথম তরবারী কোষমুক্ত করেন কোন ছাহাবী?

৩. কুরআন ও হাদীছের শব্দকোষ প্রথম সংকলন করেন কে?

৪. প্রথম সীরাতে রাসূল (ছাঃ) সংকলন করেন কে?

৫. সর্বপ্রথম কা‘বা শরীফে গিলাফ লাগান কে?

৬. জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে?

৭. মৃত্যুর পর কার লাশ গোসল করানো ও কবরে নামাতে সর্বপ্রথম পর্দা দেওয়া হয়?

৮. প্রথম ডাক ব্যবস্থা চালু করেন কে?

৯. মক্কায় ইসলাম গ্রহণের কথা প্রথম প্রকাশ করেন কে?

১০. আযানের পদ্ধতি স্বপ্নে দেখার বিষয়টি প্রথম প্রকাশ করেন কে? 

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানবদেহ বিষয়ক)

১. মানব দেহে কতটি হাড় রয়েছে?

২. মানব দেহে কতটি পেশী রয়েছে?

৩. মানব দেহে কিডনি কয়টি?

৪. মানুষের দুধ দাঁতের সংখ্যা কত?

৫. মানুষের পাঁজরে কতটি হাড় রয়েছে?

৬. মানুষের হৃদয়ের চেম্বার সংখ্যা কয়টি?

৭. মানব দেহে স্বাভাবিক রক্তচাপ কত?

৮. মানব দেহে রক্তের PH কত?

৯. মানুষের মেরুদন্ডে হাড়ের সংখ্যা কতটি?

১০. মাঝারি কানের হাড়ের সংখ্যা কতটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাযার, ঢাকা।

সোনামণি সংবাদ

খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী ২১শে মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিন টিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছাগীরাহ খাতূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বাদশাহ।

নওদাপাড়া, রাজশাহী ২১শে মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব নগরীর নওদাপাড়াস্থ দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আজমাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম ও হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয নো‘মান ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফাহাদ।

সোনারপাড়া, পবা, রাজশাহী ২২শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন সোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ আল-আফীফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মাইশা খাতূন।

মোল্লাডাইং দক্ষিণপাড়া, পবা, রাজশাহী ২৩শে মার্চ শনিবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় যেলার পবা থানাধীন মোল্লাডাইং দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মানিক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আকরামুয্যামান।

জামদই, মান্দা, নওগাঁ ২৯শে মার্চ শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা উপযেলাধীন জামদই আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান, সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র যেলা ‘সোনামণি’র পরিচালক ডা. মুহাম্মাদ শাহীন।






আরও
আরও
.