গত সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. মুসনাদে আহমাদে।                        ২. ২৭৭৪৬ টি।

৩. ৭০০৮ টি মতান্তরে ৭৫৬৩ টি।           ৪. ৩০৩৩ টি।

৫. ৫২৭৪ টি।                                 ৬. ৩৯৫৬ টি।

৭. ৫৭৫৮ টি।                                 ৮. ৪৩৪১ টি।

৯. ইবনু হাজার আসক্বালানী প্রণীত ‘ফাতহুল বারী’।

১০. ছহীহ বুখারী।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১. দাঁড়িপাল্লা।        ২. দুই সতীন।        ৩. বই।

৪. নিজের ছবি।      ৫. সূর্য।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)

১. ছয়টি প্রসিদ্ধ হাদীছ গ্রন্থ ছাড়া আরো ৫টি হাদীছ গ্রন্থের নাম উল্লেখ কর?

২. মাওকূফ হাদীছ কাকে বলে?

৩. মাকতূ হাদীছ কাকে বলে?

৪. যঈফ হাদীছের কয়েকটি প্রকার উল্লেখ কর?

৫. যঈফ হাদীছের উপর আমল করার হুকুম কি?

৬. হাদীছের সনদ বলতে কি বুঝায়?

৭. হাদীছের মতন কাকে বলা হয়?

৮. কোন খলীফার যুগে সর্বপ্রথম গ্রন্থ আকারে হাদীছ লিপিবদ্ধ করা শুরু হয়?

৯. হাদীছ গ্রন্থের মধ্যে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়?

১০. বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিছের নাম কি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১. তোমার বাবা তোমাকে দু’টি টাকা দিয়া

বললেন, বাজার হ’তে এমন জিনিস আনবা কিনিয়া

যাতে বাড়ী-ঘর সব যাবে ভরিয়া

বলত, সে বাজার থেকে আসল কোন্ জিনিস নিয়া?

২. সমুদ্রেতে জন্ম আমার থাকি সবার ঘরে

একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে।

৩. হাযার হাযার বাড়ী সেথা নারী একজন

এক রাণী রাজা বহু হাযার স্বজন

প্রসব করে হাযার সন্তানে রাণী একটি হায়

শূন্য পরে সে রাজরাণী বলত কোথায়?

৪. পক্ষী নয় তবু তার আছে দু’টি পাখা

লেজ-মাথা সবই আছে দেহ তার ঢাকা

বহু মানুষ চড়ে তার উপরে

একটুখানি বুদ্ধি খাটিয়ে চিনে নাও তারে।

৫. আমি থাকি বিশ্বময় ছাহেব-বিবির বক্ষময়

ভাঙ্গা আমার দেহখানি তৃষ্ণা মিটায় কালো পানি

তামার টুপি মোর মাথার পরে

দাঁত দিয়ে মোর অশ্রু ঝরে।

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ১৩ ও ১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য সকাল ৮-টায় ‘সোনামণি’ কেন্দ্রের উদ্যোগে যেলা দায়িত্বশীলদের সমন্বয়ে এক ‘দায়িত্বশীল প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিভিন্ন যেলা থেকে আগত প্রায় ৫০ জন দায়িত্বশীলের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘সোনামণি’র পৃষ্ঠপোষক আব্দুর রশীদ আখতার, ‘সোনামণি’র প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ ও ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফী, শিক্ষক মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মীযানুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনামণি ওমর ফারূক। প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান।

হাটরা, মোহনপুর, রাজশাহী : ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব হাটরা হাফিযিয়া মাদরাসায় এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার পরিচালক ডাঃ মুহাম্মাদ মুহসিন ও অত্র মাদরাসার শিক্ষক হাফেয নূরুযযামান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে অত্র মাদরাসার ছাত্র মুহাম্মাদ রাসেল ও ইসলামী জাগরণী পরিবেশন করে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হাবীবুর রহমান।

জীবন গড়ি

মোবাশ্বিরা তাজরী

 সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

এসো সকল ভাই-বোনেরা

আল্লাহর পথে চলি,

সত্য-ন্যায়ের আদর্শেতে

মোদের জীবন গড়ি।

আদায় করি ছালাত মোরা

ফরয ছিয়াম রাখি

ইসলামেরই বিধি বিধান

সবই মেনে চলি।

সকল বিধান বাতিল করি

অহি-র বিধান কায়েম করি

আল্লাহর পথে চলি মোরা

সফল জীবন গড়ি।






আরও
আরও
.