নওদাপাড়া, রাজশাহী ৩১শে আগস্ট বুধবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেডিসি ২০১৫ এবং দাখিল ২০১৬-এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রদের সংবর্ধনা ও সোনামণি কেনদ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬-এর শাখা পর্যায়ের বাছাই পর্বের পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর ভাইস প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন সোনামণি মারকায এলাকার প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রায়হানুদ্দীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফরীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মারকায এলাকার সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল্লাহ।

টেমা পশ্চিম পাড়া, মোহনপুর, রাজশাহী ২৫শে আগস্ট, বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় টেমা পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক জনাব মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন ও হাফেয হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মক্তবের শিক্ষক জনাব আব্দুর রশীদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি জাহিদ হাসান এবং ইসলামী জাগরণী পরিবেশন করে মাসুমা আখতার। অনুষ্ঠান শেষে জনাব মুর্তাযাকে পরিচালক করে পৃথক পৃথক বালক ও বালিকা শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৭০ জন সোনামণি অংশগ্রহণ করে।






আরও
আরও
.