-মুহাম্মাদ মুসাফির বাশার

মস্তক বুলিয়া পড়িল ঢলিয়া বুঝি নাই কারি তলে

বুঝবে কেমনে জাগিয়া ঘুমাইলে অন্তর নাহি জাগে।

আমীর বনিয়া ফকীর হইয়া রাখাল হইয়াছে রাজা

কদমবুসি চলিছে তথায় পন্ডিত করেছে পূজা।

যে জ্ঞান লইয়া বিশ্বময় গড়িবে যাহারা দেশ

মূর্খ বনিছে  মহাপন্ডিত হায় জ্ঞানীরা নিরুদ্দেশ।

মানব হইয়া পড়িছে লুটিয়া মোহের লোলুপ টানে

ভন্ডরা সবে সাধক বনেছে সাধকেরা ভয়ে ছোটে।

এমন করিয়া কতকাল ধরিয়া চলিবে এই খেলা

সাহস করিয়া মস্তক তুলিয়া মুষ্টি বাঁধিবে কেবা?

জগৎটা হায় পড়িছে লজ্জায় নির্বোধ হয়েছে সবে

কদমবুসি করিতেছে আদমে আদমে বিবেকে নাহি লাগে।

সৃষ্টি করিয়া যে স্রষ্টা তোমায় দিয়েছেন অনন্য বেশ

   তাহাকে ভুলিয়া কেমন করিয়া মাযারে যাও অহর্নিশ।






আরও
আরও
.