বর্তমানে দেশের (উচ্চ ও নিম্ন) আদালতগুলোয় বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখেরও বেশী। ২০১৮ সালের ৩০শে জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৪ লাখ ৫৩ হাযার ৩৫৩টি। গত ৬ মাসে আদালতগুলোয় মামলার সংখ্যা বেড়েছে ৫৪ হাযার ৫৪৫টি। যা দেশের ইতিহাসে আদালতগুলোয় মামলা জটের সর্বোচ্চ রেকর্ড।

সারাবিশ্বের বিচার ব্যবস্থায় বাংলাদেশে মামলার তুলনায় বিচারকের অনুপাত খুবই কম। বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য বিচারক মাত্র একজন। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে প্রতি ১০ লাখ লোকের বিপরীতে যেখানে বিচারক ১০ জন, সেখানে যুক্তরাষ্ট্রে ১০৭ জন, কানাডায় ৭৫ জন, ইংল্যান্ডে ৫১ জন, অস্ট্রেলিয়ায় ৪১ জন এবং এমনকি ভারতেও ১৮ জন। ভারতে যেখানে একজন বিচারকের বিপরীতে এক হাযার ৩৫০টি মামলা বিচারাধীন, সেখানে বাংলাদেশে একজন বিচারকের বিপরীতে রয়েছে দুই হাযার ১২৫টি মামলা। বিচারক স্বল্পতার কারণে গত এক যুগে শুধু ঢাকার ৪০টি আদালতে মামলা বেড়েছে চারগুণেরও বেশী। সেখানে এখন মোট মামলার সংখ্যা ৪ লাখ ৪১ হাযার ৪৭১টি।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ৫ লাখ ২৭ হাযার মামলা বিচারাধীন। আর জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতে ২৯ লাখ ৮০ হাযার ৫৮৪টি, হাইকোর্ট বিভাগে ৫ লাখ ৭ হাযার ৬৯৫টি এবং আপিল বিভাগে ১৯ হাযার ৬১৯টি। দেশের সর্বোচ্চ আদালত ও নিম্ন আদালতে সব মিলিয়ে বর্তমানে বিচারাধীন মামলা ৩৫ লাখ ৭ হাযার ৮৯৮টি। যার মধ্যে দেওয়ানি ১৩ লাখ ৯৯ হাযার ৬২৫টি, ফৌজদারি ২০ লাখ ১৭ হাযার ৯১৪টি এবং অন্যান্য ৯০ হাযার ৩৫৯টি।







করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
এখন আইনের রক্ষকরাই আইনের ভক্ষক - -ইফতেখারুযযামান
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজার মৃত্যু
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
১০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
পরমাণু যুদ্ধে ব্রিটিশ রাজপরিবার এবং প্রধানমন্ত্রীর গোপন আশ্রয় (বৃটেনে ১০০ ফুট গভীরে গোপন শহর বার্লিংটন)
ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের জন্য
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
ঢাবিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে প্রথম হয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী
আরও
আরও
.