১
কোটি টাকার ঘুষের প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের স্বর্ণ
উদ্ধার করে ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন
পুলিশের সদরঘাট থানার এসআই আনোয়ার হোসাইন। প্রচলিত ধারণা পাল্টে দিয়ে পুলিশ
বাহিনীতে সততার এমন উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে সমগ্র চট্টগ্রামে এখন
তিনি আলোচিত ব্যক্তিত্ব।
গত ৮ই এপ্রিল রাত ১১-টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন এলাকায় ইলেক্ট্রনিকস পণ্যের আড়ালে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য পাচার হওয়ার গোপন সংবাদ পান সদরঘাট থানার এসআই আনোয়ার হোসাইন। তিনি সেখানে গিয়ে তল্লাশির চেষ্টা করলে তারা নানাভাবে বুঝানোর চেষ্টা করে। কিন্তু আনোয়ার কর্মচারীদের কথায় কর্ণপাত না করে তল্লাশি চালানোর প্রস্ত্ততি নেন। পরে কোম্পানীর মালিক তাকে ফোন করে সমঝোতার প্রস্তাব দেন যে, কার্টুন তল্লাশি না করে ঘটনাস্থল ত্যাগ করার বিনিময়ে ১ কোটি টাকা দেওয়া হবে।
কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়ে তিনি নিশ্চিত হন যে, এখানে অনেক বেশি টাকা মূল্যের চোরাচালানী পণ্য আছে। তিনি কালবিলম্ব না করে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে ঘটনাটি অবহিত করেন। অতঃপর উদ্ধার করা হয় প্রায় ২০ কেজি ওযনের সোনার বার ও স্বর্ণালংকার। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। তার সততায় মুগ্ধ হয়ে গত ১লা অক্টোবর পুলিশ কমিশনার আনোয়ারের প্রশংসা করে তাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।
সততার নযীর স্থাপনকারী এসআই আনোয়ার এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। কিছুদিন পূর্বে তিনি ওমরাহ পালন করে ফিরেছেন। তবে আগে থেকেই তিনি সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসাবে সবার কাছে পরিচিত।
[আল্লাহ তার পরিবারে ও সম্পদে বরকত দান করুন। আমরা অন্যান্য পুলিশ সদস্যদেরকেও তার দৃষ্টান্ত অনুসরণের আহবান জানাই (স.স.)]।