দীর্ঘ ৩৪ বছর ধরে ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই ছাত্রদের কেউ এখন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষকের শেষ কর্মজীবনকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা। ১০ লাখ টাকার চেকসহ সোনার মেডেল দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করে বিদায় দেওয়া হয় প্রিয় শিক্ষককে। সঙ্গে ছিল নানাবিধ উপহার।

গত ২৭শে অক্টোবর এভাবেই রাজকীয় বিদায় জানানো হয় মুন্সিগঞ্জ সদর উপযেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসাইনকে। ১৯৯২ থেকে ২০২২ সালের প্রতি ব্যাচের শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠানে অংশ নেন। এসময় তারা জাকির হোসাইনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বাংলাবাজার চরাঞ্চলে কোন শিক্ষক এলে বেশীদিন থাকতে চাইতেন না। কিন্তু শিক্ষক জাকির হোসাইন প্রথম থেকেই এ বিদ্যালয়ে রয়ে গেছেন। তিনি পরপর দু’বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। দরিদ্র ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতেন। তার কারণেই অনেকে আজ প্রতিষ্ঠিত।

শিক্ষার্থীদের এমন আয়োজনে আপ্লুত বিদায়ী শিক্ষক জাকির হোসাইন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এলাকার ছাত্র-ছাত্রীরা, অভিভাবকরা এবং সংশ্লিষ্ট সবাই আমাকে যে সম্মান দিয়েছেন তাতে আমি আনন্দিত।







আরও
আরও
.