আল-মারকাযুল
ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা
শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। বিস্তারিত নিম্নরূপ:
জেডিসি : ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় ৫০ জন ছাত্র ও ২৭ জন ছাত্রী সহ মোট ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৯ জন জিপিএ ৫ (A+), ৫৬ জন A, ৯ জন A- ও ৩ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের মধ্যে ৭ জন A+, ৩৬ জন A, ৪ জন A- ও ৩ জন B গ্রেড এবং ছাত্রীদের মধ্যে ২ জন A+, ২০ জন A ও ৫ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী : ২০১৮ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৫ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী মোট ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৬ জন জিপিএ ৫ (A+), ৬১ জন A, ৫ জন A- গ্রেড এবং ১ জন C গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের মধ্যে ২২ জন A+, ৩৭ জন A, ৫ জন A-, ও ১ জন C গ্রেড এবং ছাত্রীদের মধ্যে ১৪ জন A+ ও ২৪ জন A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :
জেডিসি : ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৩ জন জিপিএ A, ৫ জন A- ও ১ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী : ২০১৮ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১০ জন জিপিএ A, ৫ জন A- গ্রেড, ৬ জন B গ্রেড ও ২ জন C গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।