চাংলা, বদলগাছী, নওগাঁ ২৪শে সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বদলগাছী উপযেলাধীন চাংলা দাখিল মাদ্রাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে বদলগাছী উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি গোলাম আযমের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন।

জামদই, মান্দা, নওগাঁ ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার মান্দা উপযেলাধীন জামদই আহলেহাদীছ জামে মসজিদে জামদই এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক, এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা নাজীবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু ছালেহ আল-মাহমূদ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ তাওফীকুল ইসলাম।

তাবলীগী সফর

নওগাঁ ১৩ ও ১৪ই সেপ্টেম্বর মঙ্গল ও বুধবার : ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার বাদ যোহর যেলার পত্নীতলা উপযেলাধীন চৌধুরীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ও বাদ মাগরিব আবাদিয়া পাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। একইদিন বাদ যোহর ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম সাপাহার উপযেলার গোডাউন পাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর জবাই কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ও বাদ মাগরিব পাতাড়ী আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। পরদিন ১৪ই সেপ্টেম্বর বুধবার বাদ যোহর তারা দু’জন পোরশা উপযেলার কালাইবাড়ী বাজার ওয়াক্তিয়া আহলেহাদীছ মসজিদে তাবলীগী সফর করেন। অতঃপর বাদ আছর কেন্দ্রীয় দাঈ একই উপযেলার নিতপুর দিয়াড়পাড় আহলেহাদীছ জামে মসজিদে ও ‘সোনামণি’ পরিচালক কপালি মোড় আহলেহাদীছ জামে মসজিদে এবং বাদ মাগরিব উভয়ে মহাদেবপুর উপযেলার কুঞ্জবন বায়তুল হামদ আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন।

বাগাপুর, ঢাকা ১৬ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ইস্টার্ণ হাউজিং আফতাব নগর প্রকল্পের অন্তর্গত বাগাপুর আহলেহাদীছ জামে মসজিদে দিনব্যাপী এক তাবলীগী সফর অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত তাবলীগী সফরে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ, ঢাকা বায়তুল মা‘মূর আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা শামসুর রহমান আযাদী ও ‘আন্দোলন’-এর সাধারণ পরিষদ সদস্য মাহবূবুর রহমান (ত্রিমোহনী), যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মা‘রূফ, সাধারণ সম্পাদক হাফেয আব্দুর রাযযাক, রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ ও জনাব তাজুল ইসলাম (আঙ্গারজোড়া) প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাফীযুদ্দীন আহমাদ জাহেদ।

উল্লেখ্য, সকাল ১০-টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে জুম‘আ পর্যন্ত এবং বাদ আছর থেকে এশা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় মেম্বার গাযী আলাউদ্দীন ও ব্যবসায়ী গাযী সোহেল।






আরও
আরও
.