৩১. কুমারখালী, কুষ্টিয়া-পূর্ব ২০শে অক্টোবর শনিবার : অদ্য দুপুর ২-টায় কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাশিমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ এনামুল হককে সভাপতি ও মুহাম্মাদ এরশাদকে সাধার সম্পাদক করে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩২. নাগেশ্বরী, কুড়িগ্রাম-উত্তর ২৮শে অক্টোবর রবিবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন গোপালপুর বোর্ডের হাট জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ.বি.এম হামীদুল হকের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ছাত্র ষিয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। উক্ত বৈঠকে মুহাম্মাদ যাকির হোসাইনকে সভাপতি এবং মুহাম্মাদ আসাদুয্যামানকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৩. যোগীপাড়া, নাটোর ৩০শে অক্টোবর সোমবার : অদ্য বেলা ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার বাগাতিপাড়া থানাধীন যোগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে মাজেদুর রহমানকে সভাপতি এবং আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৪. নওদাপাড়া, রাজশাহী ৩০শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ রাজশাহী কলেজ কমিটি পুনর্গঠন উপলক্ষে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ মহানগর ‘যুবসংঘে’র কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। উক্ত বৈঠকে তরীকুল ইসলামকে সভাপতি ও মুহায়মিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।

৩৫. কাজলা, মতিহার, রাজশাহী ৩১শে অক্টোবর বুধবার : অদ্য বাদ মাগরিব রাজশাহী মহানগরীর কাজলাস্থ হাদীছ ফাউন্ডেশন জামে মসজিদে সাপ্তাহিক তা‘লীমী বৈঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় যুবসংঘ পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘে’র সভাপতি কাওছার আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। সভায় আব্দুর রউফকে সভাপতি এবং বুরহানুদ্দীনকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট রাবি ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৩৬. মুন্সীপাড়া, নীলফামারী ১লা নভেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে শহরের মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ‘সোনামণি’ সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাকীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। সভায় ওয়ালীউল ইসলামকে সভাপতি এবং ফযলুল হককে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৩৭. দক্ষিণ গয়াবাড়ী, নীলফামারী ১লা নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার ডিমলা থানাধীন দক্ষিণ গয়াবাড়ী লাল জুম‘আ আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ‘সোনামণি’ সহ-পরিচালক আবু হানীফ। সভায় আশরাফ আলীকে সভাপতি এবং মুহাম্মাদ মুনীরুয্যামানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৩৮. মহিষখোচা, লালমনিরহাট ২রা নভেম্বর শুত্রুবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমনিরহাট যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ‘সোনামণি’ সহ-পরিচালক আবু হানীফ। সভায় শিহাবুদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।                                                                                                                                   

৩৯. আরামনগর, জয়পুরহাট ২রা নভেম্বর শুত্রুবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম। সভায় নাজমুল হককে সভাপতি এবং মুশতাক আহমাদ সারোয়ারকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪০. কাযীপুর, সিরাজগঞ্জ ২রা নভেম্বর শুত্রুবার : অদ্য বাদ জুম‘আ যেলার কাযীপুর থানাধীন নয়াপাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। সভা শেষে ওয়াসীম রেযাকে সভাপতি এবং জামালুদ্দীনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪১. দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম ২রা নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে দৌলতপুরস্থ যেলা কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাষ্টার আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল গাফফারকে সভাপতি ও মুহাম্মাদ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪২. সাহারবাটি, মেহেরপুর ৩রা নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলার গাংণী থানাধীন সাহারবাটি কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ মেহেরপুর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। সভায় ইয়াকূব হোসাইনকে সভাপতি এবং নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৩. দামুড়হুদা, চুয়াডাঙ্গা ৩রা নভেম্বর শনিবার : অদ্য সকাল ১১-টায় যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে হাবীবুর রহমানকে সভাপতি ও ছানোয়ার হোসাইনকে সাধার সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৪. কানসাট, চাঁপাই নবাবগঞ্জ ৭ই নভেম্বর বুধবার : অদ্য সকাল ১০-টায় চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। সভায় ইয়াসীন আলীকে সভাপতি এবং মিছবাহুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৫. সাঘাটা, গাইবান্ধা ৭ই নভেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সাঘাটা থানাধীন বারকোনা আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিয়ক সম্পাদক আব্দুললাহ আল-মামূন। সভায় মুশফিকুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৬. ঝিনাইদহ ১০ই নভেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে সদর থনাধীন ডাকবাংলা বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ অখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য হারূনুর রশীদ ও কেন্দ্রীয় প্রশিক্ষ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ ফায়ছাল কবীরকে সভাপতি ও মুহাম্মাদ বিলাল হোসাইনকে সাধার সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৭. কুষ্টিয়া ১৫ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর শহরের চৌড়হাস রিযিয়া সাদ ইসলামিক সেন্টারে ‘যুবসংঘ’ ইবি শাখা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘে’র সভাপতি মফীযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে আসাদুল্লাহ আল-গালিবকে সভাপতি ও নাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’ ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটি পুনর্গঠন করা হয়।

৪৮. খয়েরসূতি, পাবনা ১৬ই নভেম্বর শুক্রবার : অদ্য জুম‘আর ছালাতের পূর্বে যেলার সদর থানাধীন মাদারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম ও ‘আন্দোলন’ রাজশাহী-সদর যেলার উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ। অনুষ্ঠানে হাসান আলীকে সভাপতি ও ছাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৯. বংশাল, ঢাকা ৩০শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর ঢাকার বংশালস্থ যেলা কার্যালয়ে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে সাংগঠনিক কাজের সুবিধার্থে ঢাকা যেলাকে ঢাকা-দক্ষিণ ও ঢাকা-উত্তর দু’ভাগে বিভক্ত করা হয়। অতঃপর হাফেয আব্দুল্লাহ আল-মারূফকে সভাপতি ও যায়েদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর কমিটি গঠন করা হয়। একই সাথে আল-আমীনকে আহবায়ক, তরীকুল ইসলাম ও সাইফুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ঢাকা-উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

৫০. ময়মনসিংহ, ২১শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ময়মনসিংহ-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলার সদর থানাধীন চরশীর কলদী বায়তুল আমান জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ। অনুষ্ঠানে আমীনুল ইসলামকে সভাপতি এবং মীযানুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.