ত্রিশাল, ময়মনসিংহ ১০ই অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর ময়মনসিংহ যেলার ত্রিশাল উপযেলাধীন খাগাটী-জামতলী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী ও ময়মনসিংহ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ  সফীরুদ্দীন প্রমুখ।

লাটিয়ারপাড়, ত্রিশাল, ময়মনসিংহ ১১ই অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ ফজর ময়মনসিংহ যেলার ত্রিশাল উপযেলাধীন লাটিয়ারপাড় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন।

চিকনা, ত্রিশাল, ময়মনসিংহ ১১ই অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ আছর ময়মনসিংহ যেলার ত্রিশাল উপযেলাধীন চিকনা-পূর্ব পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী ও ময়মনসিংহ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ  সফীরুদ্দীন প্রমুখ।

ধোবাউড়া, ময়মনসিংহ ১২ই অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর ময়মনসিংহ যেলার ত্রিশাল উপযেলাধীন মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ  এরশাদ আলী ও উপদেষ্টা মুহাম্মাদ আব্দুল হান্নান প্রমুখ।







মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
সংগঠন সংবাদ
মাওলানা শহীদুল্লাহ-এর মৃত্যু সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
সোনামণি
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মুহাম্মাদ আশরাফুল হক মাস্টার (মৃত্যু সংবাদ)
বিতর্ক প্রতিযোগিতা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
আরও
আরও
.