১৭ই নভেম্বর রবিবার আলতাফুন্নেসা খেলার মাঠ, বগুড়া : অদ্য বাদ আছর হ’তে যেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন’ বগুড়া যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা আম্বিয়া ৩৫ আয়াত তেলাওয়াত করে বলেন, আমাদের অবশ্যই মৃত্যু হবে এবং আমাদের অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। অতঃপর সেখানে গিয়ে জীবনের ভালো-মন্দ প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তাই মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালনা করুন! এটাই বুদ্ধিমান লোকের কাজ।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মা‘রূফ, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি তাওহীদুল ইসলাম, মুহাম্মাদ আল-আমীন, আল-‘আওনে’র যেলা সভাপতি হাফেয মীযানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক আব্দুর রহমান ও সাবেক সভাপতি আব্দুর রাযযাক।

উল্লেখ্য যে, এই যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিগত ও বর্তমান সেশনের সভাপতিদেরকে যেলা ‘যুবসংঘে’র পক্ষ থেকে সম্মানজনক ‘ক্রেস্ট’ উপহার দেওয়া হয়।







আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
যুবসংঘ (যেলা সমূহ পুনর্গঠন)
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ ও আলোচনা সভা
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আমীরে জামা‘আতের পাঁচদিনব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
মাইক্রোবাস পুড়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
মসজিদ উদ্বোধন
আল-‘আওনের মানবসেবার কিছু দৃষ্টান্ত
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.