ধন দৌলত যত মানিক রতন

আপন ভেবে যাকে করেছি যতন,

সোনা দানা বিত্ত সবই!

আপন শুধু ছিল আমল মোর

জন্ম হ’তে মৃত্যু অবধি!

দেহে আমার জড়িয়ে কাফন

ঘরের বাহির করলো যখন,

শোকের ছায়ায় কাঁদিলো জগৎ!

ফেললো চোখের জল!

খাদ্য-বস্ত্র বাতাস হীনা

অন্ধকারে আলো বিনা

একলা ঘরে কাটবে জানি

আমার অনন্ত কাল।

সুখ বিলাসী বাড়ী-গাড়ী

এই দুনিয়ার মায়া ছাড়ি,

যাচ্ছি চলে অচিনপুরে

যে দেশেতে যায় সকল মানুষ

আসে না কভু ফিরে।







আরও
আরও
.