দু’হাতে পরা লোহার শিকল

বুকে বয়ে চলে ঝড় তুফান,

পায় না কিনারা দিশাহারা সেনারা

তবুও সামনে আগুয়ান।

ভীরু জাতি নয়, নয় কাপুরুষ এরা

বুকেতে বাঁধা তাদের পাক কুরআন,

ষড়যন্ত্রের জাল ছিড়ে ফেলে বারবার এরা

গেয়ে যায় সত্যের জয়গান।

শিরক-বিদ‘আতকে পায়ে দলে মোরা

নিঃশেষ করে ফেলি চুরমার,

সামনে আগাই সত্যের শ্লোগান নিয়ে

শক্ত পর্বত ভেঙ্গে দুর্বার।

ওহোদ, খন্দক বালাকোটের ময়দানে

একাত্তরের মুক্তি সংগ্রামে,

যুগে যুগে আমরা সর্বত্র বিজয়ী বীর

পরিচয় তাই হ’তে পারে না কখন মোদের

রাষ্ট্রদ্রোহী জঙ্গীর।






আরও
আরও
.