এ আমার অদম্য বিশ্বাস

চলমান গতির নিরীখে পাথর হয়ে যাক

সিক্ত রসের টই-টুম্বুর বেসাতি নিয়ে

ধাবমান পৃথিবী এগিয়ে যাক

আমি তো পড়েই আছি এইখানে

স্বচ্ছ নীলাম্বরিতে আচ্ছাদিত হয়ে

গর্বিত স্বপ্নের এই ঠিকানায়

আর কিছু থাক বা না থাক।

এ আমার লভ্যাংশের বর্ণালী অহংকার

চর্বিত লতার থ্যাতলানো অবয়বে

নেতিয়ে পড়া কবিতাগুলো

অনাবাদি যমীন ছুঁয়ে

ফসলের উগ্র গন্ধ শুঁকে

নিঝুমে ঘুমাক।

আমি তো চেয়েই আছি স্বর্ণালী স্বপ্নের দিগন্তে

কার্নিশে রূপালী জ্যোৎস্নার আলোক ছুঁয়ে

জেগে থাকা পল্লবী প্রান্তে মিলাক

আমার দিগ্বলয়ে পরিপূর্ণ পৃথিবীর

শেষ কিছু থাক বা না থাক

শুধু এ কবিতাগুলো স্বর্ণালী স্বপ্নের

গভীর অরণ্যে এসে ম্লান হয়ে যাক।

মোল্লা আব্দুল মাজেদ

পাংশা, রাজবাড়ী।






আরও
আরও
.