গত সংখ্যার সাধারণ জ্ঞান  (কুরআন বিষয়ক)-এর   সঠিক উত্তর

১. পড়।                           ২. আল্লাহর ইবাদত কর।

৩. শিরক কর না।               ৪. সূরা ইখলাছ।

৫. সূরা কাফিরূন।                ৬. সূরা ইখলাছ।

৭. সূরা বাক্বারাহ। 

৮. মক্কায় জাবালে নূরের হেরা গুহায়।

৯. মদীনায়।                      ১০. তেইশ বছরে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. পিটুইটারি।                    ২. কার্বন ডাই অক্সাইড।

৩. টেস্টোস্টেরন।                 ৪. দেহ কোষে।

৫. ৫০০ : ১।                     ৬. সিরাম।

৭. উরুর অস্থি।                    ৮. রক্ত জমাট বাধায়।

৯. রক্তে শ্বেতকণিকার মাত্রা বেড়ে যাওয়া।

১০. শ্বসন।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১.  কোন সূরা পড়লে কবরের আযাব মাফ হয়?      

২. সর্বপ্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ করেন কে?

৩. কুরআনের তিনটি নাম উল্লেখ কর।

৪. মাদানী আয়াত বা সূরা কাকে বলে?

৫. কুরআনে মোট তেলাওয়াতে সিজদা কয়টি?

৬. কোন সূরায় দু’টি তেলাওয়াতে সিজদা আছে?

৭. ত্রিশ পারার বাইরে কুরআনের কোন অংশ আছে কি?

৮. কুরআনের সবচেয়ে বড় সূরা কোন্টি?

৯. কুরআনের মর্যাদায় সবচেয়ে বড় সূরা কোন্টি?

১০. কুরআন কারীমের সবচেয়ে বড় আয়াত কোন্টি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. দেহে মেলানিনের প্রধান কাজ কি?

২. কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?

৩. অক্ষিগোলকের প্রাচীরের নাম কি?

৪. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায়?

৫. ব্লাড ক্যান্সার কেন হয়?

৬. নালী বিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোন্টি প্রধানতম?

৭. থাইরয়েডের অবস্থান কোথায়?

৮. মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে?

৯. ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি?

১০. ভিটামিন কে ও বি কোথায় সংশ্লেষিত হয়?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

বাজেধনেশ্বর, আত্রাই, নওগাঁ ১৭ই মে রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার আত্রাই থানাধীন বাজেধনেশ্বর মাদ্রাসা মক্তবে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আবু রায়হান ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফাতেমা খাতূন।

নওদাপাড়া, রাজশাহী ২৯শে মে শুক্রবার : অদ্য বাদ আছর মহানগরীর শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া নতুন আহলেহাদীছ মসজিদে সংক্ষিপ্ত সোনামণি প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আবু সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ওমর ফারূক ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ জাসীম। অতঃপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মধ্যে শাখার উদ্যোগে পুরস্পর প্রদান  করা হয়।






আরও
আরও
.