গত সংখ্যার সাধারণ জ্ঞান (যাকাত বিষয়ক)-এর সঠিক উত্তর
১. এক-দশমাংশ।
২. দ্বিতীয় হিজরীতে।
৩. নিজ মালিকানায় পূর্ণ ১ বছর সম্পদ জমা থাকা।
৪. যাকাত দিতে হবে না।
৫. এক-পঞ্চমাংশ বায়তুল মালে জমা দিতে হয়।
গত সংখ্যার মেধা পরীক্ষা (চিকিৎসা বিষয়ক)-এর সঠিক উত্তর
১. ডায়রিয়া।
২. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য।
৩. তৎক্ষণাৎ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা।
৪. ঠান্ডা পানি ও বরফ দেওয়া।
৫. যেসব ঔষধ ব্যাক্টেরিয়া ধ্বংস করে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঈমান ও আক্বীদা বিষয়ক)
১. আল্লাহর আকার আছে কি?
২. আল্লাহর কতগুলো গুণবাচক নাম রয়েছে?
৩. আল্লাহ কোথায় আছেন?
৪. আল্লাহর আরশ কোথায় আছে?
৫. আল্লাহ কি সর্বত্র বিরাজমান?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সাহিত্য বিষয়ক)
১. আরবী সাহিত্যের যুগশ্রেষ্ঠ কবি কে?
২. আধুনিক যুগের আরবী কবিদের আমীর বলা হয় কাকে?
৩. আরবী সাহিত্যে আধুনিক যুগের বিদ্রোহী কবি কে?
৪. উমাইয়া যুগের শ্রেষ্ঠ কবি কে?
৫. বাংলা ভাষার সর্বপ্রথম সনেট কবিতা লেখেন কে?
সংগ্রহে : শহীদুল্লাহ
রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।
সোনামণি সংবাদ
কেশরহাট, মোহনপুর, রাজশাহী ৮ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সোনামণি মোহনপুর উপযেলার উদ্যোগে কেশরহাট আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা সোনামণির সাবেক প্রধান উপদেষ্টা জনাব নিযামুদ্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সোনামণি রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার পরিচালক ডা. মুহাম্মাদ মুহসিন, উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক, সোনামণি সাবেক উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম ও সাবেক পরিচালক আব্দুল আযীয।
বাঁইগাছা, বাগমারা, রাজশাহী ১৭ই জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর বাঁইগাছা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্রীপুর-রামনগর ডিগ্রী কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোফাযযল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার ‘সোনামণি’ পরিচালক ডা. মুহাম্মাদ মুহসিন, বাগমারা উপযেলা ‘সোনামণি’ পরিচালক আনোয়ার হুসাইন ও সহ-পরিচালক মুহাম্মাদ আসলাম।
সমসপুর, বাগমারা, রাজশাহী ১৮ই জানুয়ারী রবিবার : অদ্য সকাল ৮-টায় সমসপুর হাফিযিয়া মাদরাসায় এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলা পরিচালক ডা. মুহাম্মাদ মুহসিন ও অত্র মাদরাসার প্রধান শিক্ষক হাফেয বেলালুদ্দীন।
নওদাপাড়া, রাজশাহী ২১ জানুয়ারী বুধবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এলাকার উদ্যোগে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। প্রশিক্ষণে উদ্বোধনী ভাষণ প্রদান করেন সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক আব্দুল্লাহ আল-মামূন, আব্দুল মুমিন ও মামূনুর রশীদ।
ফরিয়াদ
মুহাম্মাদ ইয়াহইয়া হোসাইন
ধূপখালী, বাঘারপাড়া, যশোর।
আমরা গোনাহগার করেছি গোনাহ
সারা জীবন ভরে
মোদের সকল গোনাহ আল্লাহ
ক্ষমা কর দয়া করে।
আমরা পাপী আমরা তাপী
তোমার ক্ষমা চাই
মুখ ফিরিয়ে নিও না আল্লাহ
দাওগো দয়াটাই।
কবুল কর তুমি মোদের
সকল ফরিয়াদ
মোদের উপর দাওগো ঢেলে
তোমার রহমত।
***
আলোর দিশারী
ইহসানুল হক
কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
তাহরীক তুমি ন্যায়ের প্রতীক
সত্য মূলে বাঁধা,
পরশে তোমার দূর হয়ে যায়
শিরক-বিদ‘আত ধাঁধা।
তোমার ছোয়ায় দূর-দিগন্তে
হচ্ছে অাঁধার আলো,
তোমার মাঝের সব আয়োজন
অনেক বেশী ভাল।
ভালবাসা আর শ্রদ্ধা ভরে
জানাই তোমায় সালাম
দিক-দিগন্তে যাক ছড়িয়ে
তোমার ছহীহ কালাম।