২০. কুমিল্লা ২৬শে মে ৯ই রামাযান শনিবার : অদ্য বাদ যোহর হ’তে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে যেলার বুড়িচং থানাধীন কোরপাই-কাকিয়ারচর ইসলামিয়া ফাযিল মাদরাসা মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, হক আন্দোলনে চিরদিন বাধা ছিল আজও থাকবে। সূরা নমল ৪৯ আয়াতে বর্ণিত ছালেহ (আঃ)-এর কওমের ৯জন নেতার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল যুগেই এটি সম্ভব। অতএব যে কোন ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে আহলেহাদীছ আন্দোলনের পবিত্র দায়িত্ব পালন করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন,  কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, ঢাকা মাদারটেক আহেলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুছলেহুদ্দীন, আড়াইবাড়ী কামিল মাদরাসা ব্রাহ্মণবাড়িয়ার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সাঈদুর রহমান, সঊদী আরবের আল-খাফজী শাখার সভাপতি মুহাম্মাদ তোফাযযল হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ইউসুফ আহাম, যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আতীকুর রহমান ও আল-‘আওন নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক জামীলুর রহমান। 

অনুষ্ঠানে চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহসান, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সা‘দী ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আছিফ যোগদান করেন। পার্শ্ববর্তী বি-বাড়িয়া, ফেনী ও চাঁদপুর যেলাসহ কুমিল্লা যেলার লাকসাম, বাঞ্ছারামপুর প্রভৃতি শাখা ও এলাকা থেকে বিপুল সংখ্যক কর্মী ও সুধী উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মসজিদের নীচতলা, দোতলা এবং মাদরাসা ময়দানের প্রায় অর্ধেক পর্যন্ত প্যান্ডেল ও চেয়ারের মাধ্যমে সুধীদের বসার ও প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। তিন হাযার মুছল্লীর অধিক কর্মী ও সুধীর উপস্থিতিতে ইফতার মাহফিল যেন যেলা সম্মেলনে পরিণত হয়।

উল্লেখ্য, যেলা শহরের টাউন হল মিলনায়তনে ইফতার মাহফিলের স্থান নির্ধারণ করা হ’লেও প্রশাসনের বাধার মুখে সেখানে অনুষ্ঠানের আয়োজন সম্ভব না হওয়ায় ১৪ মাইল দূরে এসে অত্র স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফালিল্লা-হিল হাম্দ।

বেলা সোয়া ১২-টায় কোরপাই পৌঁছে প্রথমে আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইনের শ্বশুর কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সাবেক উপদেষ্টা মরহূম হাফেয আব্দুল মতীন সালাফীর বাসায় উঠেই সাথে সাথে আমীরে জামা‘আত তাঁর প্রতিষ্ঠিত কুমিল্লার শাসনগাছা মারকায ও বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদ ও নবপ্রতিষ্ঠিত সালাফিইয়াহ মাদরাসা পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন। যেলা সভপতিসহ চট্টগ্রাম থেকে আগত দায়িত্বশীলগণ তাঁর সফরসঙ্গী হন। তিনি বুড়িচং বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছে যোহরের ছালাত আদায় করেন। অতঃপর ‘আহলেহাদীছ আন্দোলনে’র আদর্শে পরিচালিত নব প্রতিষ্ঠিত বুড়িচং সালাফিইয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময়ে তিনি ছাত্র-শিক্ষক ও সুধীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য পেশ করেন। সেখান থেকে কুমিল্লা শহরে পৌঁছে যেলা শহরের প্রাণকেন্দ্র শাসনগাছায় প্রতিষ্ঠিত ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী শাসনগাছা’ পরিদর্শনে যান। তিনি মারকাযে নির্মাণাধীন ভবনের কাজের খোঁজ-খবর নেন। এসময়ে তিনি ছাত্র-শিক্ষক ও সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। তিনি অত্র মারকাযের তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের স্বার্থে মারকায কেন্দ্রিক দাওয়াতী কর্মসূচী জোরদার করার আহবান জানান। অতঃপর সেখান থেকে রওয়ানা হয়ে তিনি কোরপাই ফিরে আসেন। কোরপাই এসে তিনি ‘আহলেহাদীছ আন্দোলন’ কোরপাই শাখার সাবেক সভাপতি দীর্ঘদিন যাবত অসুস্থ আব্দুল আযীয ডিলার ও তার ভাই খলীল মিয়াঁকে দেখতে তাদের বাড়ীতে যান এবং তাদের জন্য দো‘আ করেন।   

দায়িত্বশীল বৈঠক : মাগরিবের ছালাতের পর আমীরে জামা‘আত মাদরাসার দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র  দায়িত্বশীলদের সমন্বয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে মিলিত হন। তিনি যেলায় দাওয়াতী কাজ বৃদ্ধির জন্য দায়িত্বশীলদের প্রতি জোরালো আহবান জানান। তিনি রামাযান মাসের বিশেষ দান ও এককালীন দানের কথা কর্মীদের স্মরণ করিয়ে দেন। এসময়ে তিনি চাঁদপুর, হাইমচর ও বাঞ্ছারামপুর থেকে আসা নতুন আহলেহাদীছ ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অতঃপর সেখান থেকে তিনি যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুছলেহুদ্দীনের আমন্ত্রণে কোরপাই দক্ষিণ পাড়াস্থ তার বাসায় গমন করেন। অতঃপর আতিথেয়তা গ্রহণ শেষে রাত সাড়ে ১০-টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন ও রাত ১-টার দিকে সেখানে পৌঁছে যান।

২১. মাইজবাড়ী, সরিষাবাড়ী, জামালপুর ২৬শে মে ৯ই রামাযান শনিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে সরিষাবাড়ী থানাধীন মাইজবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘে’র দফতর সম্পাদক মুহাম্মাদ মীনারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা জামালুদ্দীন সালাফী, সাবেক প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মানযূরুল ইসলাম ও সাবেক সভাপতি মুহাম্মাদ মাসঊদুর রহমান প্রমুখ।

২২. বাবুখালী, মুহাম্মাদপুর, মাগুরা, ২৬শে মে ৯ই রামাযান শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলার মুহাম্মাদপুর থানাধীন বাবুখালী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মাগুরা যেলার উদ্যোগে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মাওলানা ওয়াহীদুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ।

২৩. পানিপাড়া, নড়াগাতি, নড়াইল ২৭শে মে ১০ই রামাযান রবিবার : অদ্য বিকাল ৪-টা হ’তে যেলার নড়াগাতি থানাধীন পানিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নড়াইল যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ।

২৪. ছোট বেলাইল, বগুড়া ২৭শে মে ১০ই রামাযান রবিবার : অদ্য সকাল ১১-টা হ’তে যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও আল-‘আওনে’র সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাফেয আবু বকর, প্রচার সম্পাদক ছহীমুদ্দীন গামা, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন ও সাবেক সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দীক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুর রায্যাক।

২৫. বড় দেলীরপাড়, ইসলামপুর, জামালপুর ২৭শে মে ১০ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে ইসলামপুর থানাধীন বড়দেলীরপাড় আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘে’র দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক কামারুযযামান বিন আব্দুল বারী।

২৬. বাঁকাল, সাতক্ষীরা ২৭শে মে ১০ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে বাঁকালস্থ দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্সে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার যেলা প্রশাসক জনাব মুহাম্মাদ ইফতেখার হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ নযরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আব্দুছ ছামাদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ শফীকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুয্যামান ফারূক, প্রশিক্ষণ সম্পাদক মহীদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসাইন, তালা উপযেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাঃ মুহাম্মাদ আবুল বাশার, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসাইন ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন।

২৭. গোবরা, গোপালগঞ্জ ২৮শে মে ১১ই রামাযান সোমবার : অদ্য বেলা ১১-টায় যেলার সদর থানাধীন গোবরা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালগঞ্জ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মাওলানা ফরহাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর যুগ্ম-আহবায়ক ক্বারী আবু বকর ছিদ্দীক।

২৮. বোর্ডেরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম ২৯শে মে ১২ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন বোর্ডের হাট আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ. বি. এম হামীদুল হক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।

২৯. কুড়িগ্রাম ৩০শে মে ১৩ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলা শহরের যেলা পরিষদ মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।

৩০. সাঘাটা, গাইবান্ধা ৩০শে মে ১৩ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে সাঘাটা ডিগ্রী কলেজ সংলগ্ন মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম ও ‘আল-আওন’-এর প্রচার সম্পাদক আব্দুর রাকীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন বগুড়া যেলা যুবসংঘ-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন।

৩১. মুহাম্মাদপুর, দৌলতপুর, কুষ্টিয়া ৩০শে মে ১৩ই রামাযান বুধবার : অদ্য সকাল ১১-টা হ’তে যেলার দৌলতপুর উপযেলাধীন মুহাম্মাদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি গোলাম যিল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আমীরুল ইসলাম মাষ্টার ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুহসিন।

৩২. কেওয়াবাড়ী, পলাশবাড়ী, গাইবান্ধা ৩১শে মে ১৪ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার পলাশবাড়ী থানাধীন কেওয়াবাড়ী আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুর রায্যাক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ‘আল-আওন’-এর প্রচার সম্পাদক আব্দুর রাকীব প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক্ব, যেলার পাঠানডাঙ্গা দারুস সালাম মাদরাসার শিক্ষক আমজাদ হোসাইন প্রমুখ।

৩৩. নওদাপাড়া, রাজশাহী ৩১শে মে ১৪ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টা হ’তে রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শবস্থ ভবনের ৩য় তলার হল রুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব, পশ্চিম ও সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ এবং বাদ আছর দারুলহাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীন,  রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকার প্রমুখ।

৩৪. বামুন্দী, গাংনী, মেহেরপুর ৩১শে মে ১৪ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টায় গাংনী থানাধীন বামুন্দী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তারিকুয্যামান প্রমুখ।

৩৫. মোল্লাহাট, বাগেরহাট ৩১শে মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মোল্লাহাট থানাধীন রাজপাট দাখিল মাদরাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে মোল্লাহাট থানা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের ঢালী।






আরও
আরও
.