দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় চরমপন্থী ও শৈথিল্যবাদী বিশ্বাস থেকে দূরে থেকে মধ্যপন্থী হওয়ার আহবান জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। গতকাল ২২শে জুলাই’১৬ শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় জামে মসজিদে প্রদত্ত জুম‘আর খুৎবায় তিনি সকলের প্রতি এই আহবান জানান। তিনি বলেন, চরমপন্থী খারেজী মতাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কবীরা গুনাহগার ব্যক্তি কাফের। এই চরমপন্থী বিশ্বাসের কারণে চতুর্থ খলীফা আলী (রাঃ)-এর খেলাফতকালে একদল তরুণ তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এমনকি তাঁকে হত্যা পর্যন্ত করেছিল। অথচ তিনি ছিলেন শ্বীয় জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন মহান ছাহাবী। আজও সেই চরমপন্থী বিশ্বাসের কারণে একইভাবে হত্যাকান্ড চালানো হচ্ছে। অথচ এভাবে নিরপরাধ মুসলিম-অমুসলিম কাউকেই হত্যার কোন অনুমোদন ইসলামে নেই। তিনি যাবতীয় চরমপন্থা থেকে বিতর থাকার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান।

(দৈনিক ইনকিলাব ২৩ শে জুলাই ৪র্থ পৃঃ ৮ম কলামে প্রকাশিত)।







আরও
আরও
.