মেহেরপুর ২রা ডিসেম্বর সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলার উদ্যোগে শহরের পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রে আজ আল্লাহ বিরোধী তৎপরতা দীপ্যমান। খ্রিষ্টানী রাজনীতি, ইহূদী অর্থনীতি, শিরকী ধর্মনীতি মুসলিম সমাজকে রক্তহীন খোলসে পরিণত করেছে। এই সমাজের পরিবর্তন ব্যতীত মানবতার কাংখিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজের আমূল সংস্কার অপরিহার্য। এজন্য প্রয়োজন স্রোত পাল্টে দেওয়ার মত সৎসাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ একদল মানুষের। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ উক্ত লক্ষ্যেই প্রতিষ্ঠিত। তিনি সকলকে আল্লাহর আদেশ-নিষেধের উপরে অবিচল থাকার ও সীসাঢালা প্রাচীরের ন্যায় জামা‘আতবদ্ধ প্রচেষ্টার আহবান জানান।

মেহেরপুর সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হোসাইন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক হায়দার আলী, যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ ইয়াকুব আলী প্রমুখ।

এর পূর্বে মুহতারাম আমীরে জামা‘আত বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা দেন। খুৎবায় তিনি সকলকে জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হওয়ায় আহবান জানান।






আরও
আরও
.