গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১। আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী আল-জু‘ফী (রহঃ)।
২। হিজরী তৃতীয় শতকের।
৩। জন্ম ১৯৪ হিঃ, মৃত্যু ২৫৬ হিঃ।
৪। আমীরুল মুমিনীন ফিল হাদীছ।
৫। মাত্র ১৭ বছর বয়সে।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১। পিয়াজ ২। চাঁদ ৩। বই
৪। চেয়ার ৫। নৌকা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। দু’জন ভন্ড নবীর নাম বল?
২। কা‘বা শরীফের সর্বশেষ নির্মাতা কে?
৩। শায়েরে রাসূল কার উপাধী?
৪। আবু বকর (রাঃ)-এর ডাক নাম কি ছিল?
৫। সর্বপ্রথম কে ডাক বিভাগ চালু করেন?
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (দৈন্দিন বিজ্ঞান)
১। কোন মাছের মাথা নেই?
২। কোন প্রাণী খাবার না খেয়ে ৩ বছর ঘুমাতে পারে?
৩। কোন প্রাণীর ৩টি চোখ আছে?
৪। কোন প্রাণীর ৩টি হৃদপিন্ড আছে?
৫। কোন প্রাণী জীবনেও পানি পান করে না?
সংগ্রহে : মুহাম্মাদ সোহেল রানা
তাহেরপুর হাইস্কুল, রাজশাহী।
সোনামণি সংবাদ
নন্দলালপুর, কুষ্টিয়া-পূর্ব ১৮ জুলাই সোমবার : অদ্য বাদ ফজর নন্দলালপুর আহ’লেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাষ্টার হাশেমুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আমীনুর রহমান, যেলা ‘সোনামণি’র পরিচালক আখতারুয্যামান, কুষ্টিয়া সরকারী কলেজ শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি হাসানুয্যামান প্রমুখ। অনুষ্ঠানে আখতারুয্যামানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
ব্রজনাথপুর, পাবনা ৩০ জুলাই শনিবার : অদ্য সকাল সাড়ে ৬-টায় ব্রজনাথপুর আহ’লেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে ছোট্ট সোনামণি মানিক হোসাইন এবং জাগরণী পরিবেশন করে আব্দুর রাকীব। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি পাবনা যেলা পরিচালক আনোয়ার হোসাইন।
কোমরগ্রাম, জয়পুরহাট ৩১ জুলাই রবিবার : অদ্য বাদ মাগরিব কোমরগ্রাম আহ’লেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আমীনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জয়পুরহাট যেলা ‘সোনামণি’র পরিচালক মুনায়েম হোসাইন।
আঙ্গার জোড়া, ঢাকা ৫ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব আঙ্গার জোড়া আহ’লেহাদীছ জামে মসজিদে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
শাসনগাছা, কুমিল্লা ৭ আগষ্ট বরিবার : অদ্য সকাল ১০-টায় শাসনগাছা মারকাযে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি জামীলুর রহমান। অনুষ্ঠানে জাফর ইকরামকে পরিচালক করে কুমিল্লা যেলা ‘সোনামণি’ পরিচালনা পরিষদ গঠন করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে ৯টি শাখার দেড় শতাধিক সোনামণি অংশগ্রহণ করে।
প্রার্থনা
মুহাম্মাদ তরীকুল ইসলাম
বর্ষাপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
হে আল্লাহ!
তুমি আমার স্রষ্টা
তুমি আমার রব,
তুমি দু’জাহানের বাদশাহ
তুমিই তো সব।
আমার হৃদয়ে দান কর তুমি
ঈমান সুদৃঢ়,
তোমার পথে চালাও আমায়
সারাটি জীবন।
তুমি আমায় পথটি দেখাও
সহজ ও সরল
সেই পথে যেন থাকতে পারি
সর্বদা অটল।
তোমার পথই সঠিক
এটাই আমি জানি,
তোমার পথে চালাও মোরে
ওহে অন্তর্যামী!
***