গত সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-এর সঠিক উত্তর
১। ট্রিগভেলি
২। নরওয়ে।
৩। দ্যাগ হেমারশোল্ড (১৯৬১)।
৪। মহাসচিব।
৫। নিরাপত্তা পরিষদের।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১। জাল।
২। চিতল মাছ।
৩। ছাতা
৪। ছবি বা প্রতিবিম্ব।
৫। কচুর পাতা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। রামাযান হিজরী সনের কত নম্বর মাস? এ মাসের সর্বাধিক মর্যাদামন্ডিত রাতটির নাম কি এবং কুরআনের কোথায় এর উল্লেখ আছে?
২। কত হিজরীতে ছিয়াম ফরয হয়? আল্লাহ কেন ছিয়াম ফরয করেছেন?
৩। ছিয়ামের পুরষ্কার কে দিবেন? ছিয়াম ব্যতীত অন্যান্য সকল নেক আমলের ছওয়াব এ মাসে কতগুণ বৃদ্ধি পায়?
৪। ‘রামাযান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়’। এটা কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে?
৫। রামাযান মাসের আগমনে জান্নাত, জাহান্নাম ও শয়তানের অবস্থার কি পরিবর্তন ঘটে?
সংগ্রহে : আব্দুর রশীদ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। জঙ্গল দিয়ে উড়ে চলে, পিছ দিয়ে আগুন জ্বলে।
২। তুমিও খাও আমিও খাই, খেতে বললে রেগে যাই।
৩। কাঁধে আসে কাঁধে যায়, বিনা দোষে মার খায়।
৪। পানির সঙ্গে আড়ি কিন্তু বুক ভরা ঢেউ, কী নামে ডাকি তারে বলতে পার কেউ?
৫। জলের ধারে রাখলে পাই, কী ফল বলতো ভাই?
সংগ্রহে : আব্দুর রশীদ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
মঠবাড়ী, পাটকেলঘাটা, সাতক্ষীরা ২০ মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মঠবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক বৃন্দ ও স্থানীয় সুধীমন্ডলী। পরিশেষে সোনামণি বালক ও বালিকা উভয় শাখা গঠন করা হয়।
মজিদপুর, যশোর ৪ জুন শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় মজিদপুর ফোরকানিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যশোর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হুসাইন। প্রশিক্ষণ শেষে অধ্যাপক সিরাজুল ইসলামকে প্রধান উপদেষ্টা, আব্দুস সালামকে উপদেষ্টা ও আশরাফুল আলমকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ২০০৯-২০১১ শেসনের জন্য সোনামণি যশোর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
উত্তর নওদাপাড়া, রাজশাহী ১৫ জুন মঙ্গলবার : অদ্য বাদ আছর উত্তর নওদাপাড়া মহিলা সালাফিইয়া মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অনুষ্ঠানে আব্দুছ ছামাদকে পরিচালক করে বালকদের একটি শাখা গঠন করা হয়।
মেন্দিপুর, চাকলা, বগুড়া ২ জুলাই শুক্রবার : অদ্য বাদ ফজর মেন্দিপুর সালাফিইয়াহ হাফেযিয়া মাদরাসা ও ইয়াতীমখানা জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার হেফয বিভাগের প্রধান হাফেয মুহাম্মাদ আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান।
নওদাপাড়া, রাজশাহী ১৪ জুলাই বুধবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক বিশেষ সোনামণি পুরষ্কার বিতরণী ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া শাখার পরিচালক ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অনুষ্ঠানে সোনামণি মারকায শাখার আওতাধীন তিনটি উপ-শাখার প্রত্যেকটিতে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সোনামণিদেরকে পুরষ্কৃত করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদেরকে সান্ত্বনা পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত সোনামণিরা হ’ল ‘হাসনা হেনা’ শাখার আসাদুল্লাহ আল-গালিব (১ম), ওমর ফারূক (২য়) ও আব্দুল্লাহ (৩য়)। ‘রজনীগন্ধা’ শাখার ইমরান (১ম), আল-সাবা (২য়) ও মুমিনুর রহমান (৩য়)। ‘সূর্যমুখী’ শাখার আব্দুল কাদের (১ম), ইউনুস (২য়) ও মুনীরুল ইসলাম (৩য়)।