গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান)-এর সঠিক উত্তর
১। কখনও শুনা যাবে না।
২। চাঁদের বায়ু মন্ডল নেই বলে।
৩। কম।
৪। শব্দ বায়বীয় মাধ্যমের চেয়ে তরল মাধ্যমে দ্রুত চলে বলে।
৫। ৭৫৭ মাইল।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ইসলামী)-এর সঠিক উত্তর
১। ইবরাহীম (আঃ)-কে।
২। সারা (আঃ)-কে।
৩। ইয়াকূব (আঃ)-এর বংশধর।
৪। শুধুমাত্র একজন।
৫। বিশ্বনবী ও শেষনবী মুহাম্মাদ (ছাঃ)।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (নদ-নদী)
১। শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?
২। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
৪। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
৫। বাংলাদেশের সবচেয়ে গভীর নদী কোনটি?
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান)
১। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
২। পরিবেশ রক্ষায় কোন গাছ ক্ষতিকর?
৩। পৃথিবীর বৃহত্তম ‘ম্যানগ্রোভ’ বন কোনটি?
৪। কোন গাছের ছাল থেকে রং প্রস্ত্তত করা হয়?
৫। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি?
সংগ্রহে : জামিরুল ইসলাম
হাড়াভাংগা, গাংনী, মেহেরপুর।
শিশুর শিক্ষা
মুহাম্মাদ শহীদুল্লাহ
নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
আজকে যারা ছোট্ট শিশু
তারাই হবে বড়,
হেলা না করে তাদের
সঠিকভাবে গড়।
ছোট মনে ছোট জ্ঞানে
করে যদি ভুল,
ভুলগুলোকে শুধরে দিবে
আদর দিয়ে অতুল।
নম্রতা ও আদব-কায়দা
শিখাবে ছোট থেকে,
না শেখালে বড় হয়ে
শিশুটি যাবে বখে।
বড় হ’লেই আদেশ দিবে
ছালাত কায়েম করতে,
আরও তাকে শিক্ষা দিবে
কুরআন-হাদীছ পড়তে।
মাদরাসাতে ভর্তি হবার
সুযোগ দিবে তাকে,
তাহ’লে সে চিনে নিবে
আপন প্রভু আল্লাহকে।
আধুনিক সোসাইটি
এস.এম. মামূন
দৌলতপুর, কুষ্টিয়া।
আধুনিক সোসাইটির মেয়েদের হাল
ছেলেদের নানাভাবে করে বে-সামাল।
রাত জেগে কথা বলে তাদের সাথে
বারোটায় একটায় আর গভীর রাতে।
নিজেদের মনে করে জ্ঞানী-গুণী সাধু
চুপি-চুপি কথা কয় মুখে কিযে জাদু।
মিসকলে শোনে রোজ ছেলেদের কথা
মনটা ভরে যায় পাপের আকুলতা।
মোবাইলে যোগাযোগ হয় বহু দূরে
কারো ঘর ভেঙ্গে যায় কারো কপাল পোড়ে।
ছেড়ে দাও জীবনের যত ভুল-ভ্রান্তি
তবে পাবে জান্নাত হবে সুখ-শান্তি।
সুন্দর জীবন গড়ি
মুহাম্মাদ মেহেদি হাসান
জামিরা, পুঠিয়া, রাজশাহী।
সোনামণিরা চল সবাই ছালাত আদায় করি
আল্লাহর পথে চলি সবাই জীবনটাকে গড়ি।
আল্লাহর পথে চলি যেন সারা জীবন ভর,
জাহান্নামের আগুন কিন্তু বড়ই ভয়ংকর।
জান্নাতে আসন যেন আমরা সবাই পাই
সোনামণিরা চল সবাই দাওয়াতী কাজে যাই।
কুরআন মাজীদ মেনে চলে গড়ব সুন্দর জীবন
সেই সাথে করব মোরা সুশিক্ষা অর্জন।
অহি-র পথে চলি সবাই আল্লাহকে ভয় করি
রাসূলের আদর্শে জীবনটাকে গড়ি।