গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর
১. সূরা নূর, আয়াত নং ৩০-৩১।
২. সূরা নিসা, আয়াত নং ১১-১২ ও ১৭৬।
৩. সূরা নিসা, আয়াত নং ২৩-২৪।
৪. সূরা তওবা, আয়াত নং ৬০।
৫. সূরা বাক্বারাহ, আয়াত নং ১৮৩-১৮৭।
৬. সূরা যুখরুফ, আয়াত নং ১৩।
৭. সূরা আহযাব, আয়াত নং ৫৬।
৮. সূরা তওবা, আয়াত নং ২৫-২৬।
৯. সূরা আনফাল (আয়াত নং ৫-১৯, ৪১-৪৮, ৬৭-৬৯)।
১০. সূরা হাশর (আয়াত নং ২-১৪)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. যুক্তরাষ্ট্র ২. তৈরী পোষাক ৩. চামড়াজাত দ্রব্য ৪. ৩য়
৫. ১ম- মূলধনী যন্ত্রপাতি ও ২য়- পেট্রোলিয়াম
৬. ১ম- তৈরী পোষাক ও ২য়- চামড়া
৭. ইউরোপীয় ইউনিয়নে ৮. সঊদী আরবে (১৯৭৬ সালে)
৯. ওমানে ১০. সঊদী আরব।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)
১. কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?
২. কোন সূরায় তাবূক যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?
৩. কোন সূরায় নবী করীম (ছাঃ)-এর হিজরতের ঘটনা বর্ণিত হয়েছে?
৪. কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা বর্ণিত হয়েছে?
৫. কোন সূরার কোন আয়াতে কারূনের কাহিনী বর্ণিত হয়েছে?
৬. কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)-এর সাথে হুদহুদ পাখীর ঘটনা বর্ণিত হয়েছে?
৭. কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা বর্ণিত হয়েছে?
৮. কোন সূরায় নবী করীম (ছাঃ)-এর ইসরা-মি‘রাজের ঘটনা বর্ণিত হয়েছে?
৯. কোন সূরায় হস্তীবাহিনীর ঘটনা বর্ণিত হয়েছে?
১০. কোন সূরার কোন আয়াতে যুল ক্বারানাইন বাদশাহর ঘটনা বর্ণিত হয়েছে?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)
১. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড হয়?
২. বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্গত?
৩. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
৪. ঢাকার লালবাগের দূর্গ কে নির্মাণ করেন?
৫. বাংলার ছিয়াত্তরের মনন্তর কখন হয়?
৬. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের পর পূর্ব পাকিস্তানে কোন আন্দোলন চলছিল?
৭. বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে লিখিত আছে?
৮. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
৯. ঢাকার ধোলাই খাল কে খনন করেন?
১০. বাংলাদেশের বৃহত্তর যেলা কয়টি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
সোনামাণি সম্মেলন ২০১৮
নওদাপাড়া, রাজশাহী ৯ই নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী যেলার শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মাদ মনযূর কাদের। স্বাগত ভাষণ পেশ করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথিগণ স্ব স্ব ভাষণে এই সম্মেলনকে স্বাগত জানান ও বালক-বালিকাদের সুন্দরভাবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, আমরা ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর ‘সোনামণি’ সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ গড়ার লক্ষ্যে। কেননা সোনামণিরাই আগামী দিনে সমাজ পরিচালনা করবে। আজকের ‘সোনামণি’ ছেলে-মেয়েরাই আগামী দিনে আদর্শ পিতা-মাতা হবে এবং সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেকারণ মা যদি দ্বীনদার হয় তাহ’লে তার কাছ থেকে সুসন্তান আশা করা যায়। কিন্তু মা বেদ্বীন হ’লে আর দুনিয়াবী সমস্ত বিদ্যা শিখলেও তার কাছ থেকে আদর্শ সন্তান আশা করা যায় না। এজন্য সোনামণিদেরকে সাত বছর বয়স থেকেই পাঁচ ওয়াক্ত ছালাত আদায়ে অভ্যস্ত করতে হবে। অতঃপর তিনি সোনামণিদের আক্বীদা বিষয়ে আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বর্ণিত হাদীছটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা যখন সাহায্য চাইবে তখন আল্লাহর নিকটেই চাইবে। তিনি না চাইলে দুনিয়ার সমস্ত সৃষ্টজীব একত্রিত হয়েও তোমার কোন ক্ষতি করতে পারবে না (তিরমিযী হা/২৫১৬)। অতএব আমাদেরকে সার্বিক জীবনে আল্লাহর প্রতি অটুট আনুগত্য বজায় রাখতে হবে এবং তাঁর উপর পূর্ণ নির্ভরশীল হ’তে হবে। সবশেষে তিনি অতিথিবৃন্দ, ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’ ও আল-‘আওনের সকল পর্যায়ের দায়িত্বশীল, অভিভাবক ও সোনামণিদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, সম্মেলনে প্রধান অতিথি হিসাবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জনাব খায়রুজ্জামান লিটনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হ’তে পারেননি বলে দুঃখ প্রকাশ করে ফোন করেন। তিনি তার প্রতিনিধি হিসাবে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শাহাদত আলী শাহুকে পাঠান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘সোনামণি’র পৃষ্ঠপোষক ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মাদ শাহাদত আলী শাহু, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মাদ মোকছেদ আলী, কুমিল্লা যেলা ‘সোনামণি’ পরিচালক আতীকুর রহমান, সিরাজগঞ্জ যেলা পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় ও যেলা দায়িত্বশীলগণ এবং ১৩টি যেলার বিপুল সংখ্যক সোনামণি অংশগ্রহণ করে। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আব্দুল্লাহ আল-মা‘রূফ। সম্মেলনে ‘ভেজাল’ বিষয়ে মনোজ্ঞ ‘সংলাপ’ পরিবেশন করা হয়। সম্মেলনে ‘কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮’-এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি ও অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় ১১০ জন বালক ও ৯৫ জন বালিকা সহ মোট ২০৫ জন সোনামণি অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৯ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও অন্যদের উৎসাহ পুরস্কার দেওয়া হয়। নিমেণ প্রতিযোগিতার বিষয় ও বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল :
১. হিফযুল কুরআন তাজবীদসহ ২৬ ও ২৭ তম পারা :
বালক গ্রুপ : ১ম : আল-আমীন (গাযীপুর), ২য় : আব্দুল্লাহ শাকির (বগুড়া), ৩য় : আব্দুর রহমান (রাঙ্গামাটি)।
বালিকা গ্রুপ : ১ম : সাদিয়া (সিরাজগঞ্জ), ২য় : ফারিহা (ফরিদপুর), ৩য় : জান্নাতী খাতুন (বগুড়া)।
২. হিফযুল কুরআন মাখরাজ ও অর্থসহ এবং হিফযুল হাদীছ অর্থসহ (সূরা তাগাবুন ১৫-১৮ ও মুনাফিকূন ৯-১১ আয়াত এবং ১০টি হাদীছ) :
বালক গ্রুপ : ১ম : সামিউল ইসলাম (বগুড়া), ২য় : আব্দুল্লাহ (বগুড়া), ৩য় : আমীনুল ইসলাম (কুমিল্লা)।
বালিকা গ্রুপ : ১ম : খাদীজা আখতার (কুমিল্লা), ২য় : আয়েশা ছিদ্দীকা (দিনাজপুর), ৩য় : যয়নাব খাতুন (বি-বাড়িয়া)
৩. দো‘আ :
বালক গ্রুপ : ১ম : ছাদিক হাসান (বগুড়া), ২য় : নাজমুল হুদা (ঠাকুরগাঁও), ৩য় : জাহিদুল ইসলাম (বগুড়া)।
বালিকা গ্রুপ : ১ম : সুমাইয়া (কুমিল্লা), ২য় : লামিয়া সুলতানা (সাতক্ষীরা), ৩য় : মারযিয়া (কুমিল্লা)।
৪. সাধারণ জ্ঞান :
বালক গ্রুপ : ১ম : আবুবকর ছিদ্দীক (নওগাঁ), ২য় : মুবতাসিম ফুয়াদ (বগুড়া), ৩য় : তামীম (যশোর)
বালিকা গ্রুপ : ১ম : মমি খাতুন (সিরাজগঞ্জ), ২য় : জান্নাত আরা (সিরাজগঞ্জ), ৩য় : আয়েশা ছিদ্দীকা (নওগাঁ)
৫. জাগরণী :
বালক গ্রুপ : ১ম : রিযওয়ান হোসাইন (রাজশাহী), ২য় : মানিক (বগুড়া), ৩য় : আব্দুল ওয়াহহাব (বগুড়া)।
বালিকা গ্রুপ : ১ম : উম্মে মাহিরাতুন নেসা (নাটোর), ২য় : সাজেদা আখতার (কুমিল্লা), ৩য় : আনিকা তাবাসসুম (পঞ্চগড়)।
৬. হস্তাক্ষর (আরবী ও বাংলা) :
বালক গ্রুপ : ১ম : আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া), ২য় : আরীফুয্যামান (সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ কাওছার হোসাইন (মেহেরপুর)।
বালিকা গ্রুপ : ১ম : কারীমা খাতুন (সাতক্ষীরা), ২য় : সুমাইয়া খাতুন (সাতক্ষীরা), ৩য় : উম্মে হাবীবা (সাতক্ষীরা)।
৭. রচনা প্রতিযোগিতা (পরিচালকদের জন্য) : বিষয়- শিশু-কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সস্ত্তষ্টি অর্জন করা।
১ম : মাঈনুল ইসলাম (রাজশাহী), ২য় : আব্দুল্লাহ জাহাঙ্গীর (সাতক্ষীরা), ৩য় : রায়হানুদ্দীন (দিনাজপুর)।
প্রশিক্ষণ
পবা, রাজশাহী ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন সোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মুহাম্মাদ তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আছীফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মাঈশা খাতুন।
সোনারপাড়া, পবা, রাজশাহী ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন সোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৯ম শ্রেণীর ছাত্র আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আছিফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মায়েশা খাতূন।
নওদাপাড়া, রাজশাহী ১০ই নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর মহানগরীর নওদাপাড়াস্থ দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী এলাকা ‘সোনামণি’র প্রধান উপদেষ্টা ও মাকাযের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয আল-আমীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে রিযওয়ান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায এলাকার সহ-পরিচালক আলাউদ্দীন।
নওদাপাড়া, রাজশাহী ১০ই নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর প্রস্তাবিত দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মারকায এলাকার প্রধান উপদেষ্টা ও মারকাযের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মারকায-এর মক্তব বিভাগের শিক্ষক আব্দুল আউয়াল ও নিযামুদ্দীন। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয আল-আমীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে রিযওয়ান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মারকায এলাকার সহ-পরিচালক আলাউদ্দীন।
রাজপাড়া, রাজশাহী ২৪শে নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার রাজপাড়া থানাধীন হাড়ুপুর-গোবিন্দপুর মারকাযুদ দাওয়াহ আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব গোলাম রাববানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি তাওছীকুল ইসলাম ও জাগরণী পরিবেশন করে আব্দুল হালীম। অনুষ্ঠান শেষে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি শাখা পরিচালনা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট পৃথক সোনামণি বালক ও বালিকা শাখা কর্মপরিষদ গঠন করা হয়।
পুরস্কার বিতরণ
শাসনগাছা, কুমিল্লা ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স-এ কুমিল্লা যেলা ‘সোনামণি’-এর উদ্যোগে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যেলা পর্যায়ে বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীঊল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ। কুরআন তেলাওয়াত করে সোনামণি ফাহিম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মিশকাত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ। যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।