করোনা
ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইন ছাড়া কোন বিকল্প নেই।
এটি যেকোন উপায়ে মানতেই হবে। কিন্তু এই কোয়ারেন্টাইনের কথা সর্বপ্রথম যিনি
বলেছিলেন তিনি হ’লেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (ছাঃ)। এমনটিই বলছেন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির গবেষক ড. ক্রেইগ
কন্সিডাইন।
এক প্রতিবেদনে তিনি লিখেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সংক্রামক রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইন থাকতে বলেছেন। একই সঙ্গে সুস্থ লোকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, এসব উপায়ই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম।
অতঃপর তিনি বলেন, আপনারা কি জানেন সর্বপ্রথম কে সবচেয়ে ভালো কোয়ারেন্টাইনের উদ্ভাবন করেছেন? আজ থেকে প্রায় ১৩শ’ বছর আগে রাসূলুল্লাহ (ছাঃ) সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন। যদিও তাঁর সময়ে সংক্রামক রোগের কোন বিশেষজ্ঞ ছিলেন না। তারপরেও তিনি এসব রোগ-ব্যাধিতে তার অনুসারীদের যে নির্দেশনা দিয়েছেন, তা কভিড-১৯-এর মতো প্রাণঘাতী রোগ মোকাবেলায় মৌলিক পরামর্শ। তাঁর সেই পরামর্শ মানলেই করোনা সহ যেকোন মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অতঃপর তিনি উদাহরণ হিসাবে রাসূল (ছাঃ)-এর কয়েকটি বাণী উল্লেখ করেছেন। যেমন ‘যখন তুমি কোন ভূখন্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও, তখন সেখানে প্রবেশ করো না। অন্যদিকে প্লেগ যদি তোমার অবস্থানস্থল পর্যন্ত পৌঁছে যায়, তাহ’লে ঐ জায়গা ত্যাগ করো না’। ‘সংক্রামক রোগে আক্রান্তরা সুস্থদের থেকে দূরে থাকবে’। ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক’। ‘ঘুম থেকে ওঠার পরে হাত ধৌত করো’ ইত্যাদি।
তিনি বলেন, মুহাম্মাদ (ছাঃ) ধর্মীয় ক্ষেত্রে যেমন অবদান রেখে অমর হয়ে আছেন। ঠিক তেমনই মানুষের জীবনযাপন বিষয়ক মহামূল্যবান যে পরামর্শ তিনি দিয়ে গেছেন তা আজও অনুকরণীয়।
-মার্কিন গবেষক ক্রেইগ কন্সিডাইন