স্বদেশ

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাদরাসার ছাত্রদের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়ে কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণের সমুচিত  জবাব দিয়েছে মাদরাসার ছাত্ররা। এ বছর খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছে মাদরাসা ছাত্ররা। শুধু তাই নয়, খ ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা ২০ জনের মধ্যে এ ৫ জনের বাইরেও রয়েছে আরো ৩ জন। অর্থাৎ খ ইউনিটের রেজাল্টে সেরা ২০ জনের মধ্যে শীর্ষ ৫টি সহ ৮টি অবস্থান মাদরাসা ছাত্রদের দখলে। এ বছর উক্ত ইউনিটে প্রথম হয়েছে নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসার ছাত্র মুহাম্মাদ মাশরূর বিন আনছারী। সে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজীতে ৩০ নম্বরের মধ্যে যথাক্রমে ২০ ও ২৭ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা (চট্টগ্রাম)-এর ছাত্র মুহাম্মাদ আব্দুল আলীম। সে বাংলা ও ইংরেজীতে পেয়েছে ১৮ ও ২৩ নম্বর। ৩য় হয়েছে খুলনা কামিল মাদরাসার ছাত্র বায়েযীদ হোসেন। সে বাংলা ও ইংরেজীতে পেয়েছে ২০ ও ১৯। এত ভাল রেজাল্ট করার পরও এসব ছাত্ররা শর্তারোপের কারণে বাংলা, ইংরেজী, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হ’তে পারবে না। উল্লেখ্য, গত বছরও খ ইউনিটে এক মাদরাসা ছাত্র প্রথম স্থান অধিকার করেছিল।

দুর্নীতিতে বাংলাদেশ দ্বাদশ
‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে এবার দ্বাদশ স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে সোমালিয়া। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ত্রয়োদশে। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩-টায় সারাবিশ্বে একযোগে এ ধারণা সূচক প্রকাশ করে। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই সূচকে বাংলাদেশ ছিল এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। ৯ দশমিক ৩ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশগুলো হলো ডেনমার্ক, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর। নিম্ন ক্রমানুসারে দ্বিতীয় স্থানে আফগানিস্তান ও মায়ানমার, তৃতীয় স্থানে ইরাক এবং চতুর্থ স্থানে রয়েছে সূদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

চান্দিনায় এক ব্যক্তির নবুঅত দাবী
চান্দিনায় নবুঅতের দাবী করায় মুহাম্মাদ আবুল বাশার ওরফে বাশীর নামের এক প্রতারককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। ২৪শে অক্টোবর কুমিল্লা যেলার চান্দিনা থানাধীন এতবারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মুহাম্মাদ আছমত আলী মুন্সীর ছেলে। এ সময় তার কাছ থেকে কিছু লিফলেট উদ্ধার করা হয়। ওদিকে গ্রেফতার করা মুহাম্মাদ আবুল বাশার জানান, তিনি স্বপ্নে অসংখ্যবার আল্লাহ তা‘আলার দিদার করেছেন। তিনি আগের জীবনে মুহাম্মাদ (ছাঃ) রূপে ছিলেন, বর্তমানে আল্লাহপাক তাকে আবার পৃথিবীতে পাঠিয়েছেন (না‘ঊযুবিল্লাহ)

ঋণের দায়ে সন্তান বিক্রি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক দরিদ্র পিতা ঋণের দায়ে স্বীয় সন্তানকে বিক্রি করে দিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপযেলা সদরের ফাল্গুনকরায় সাত্তার মিয়ার বাড়ীতে একটি ভাড়া বাসায় থাকে রিক্সাচালক রংপুরের গঙ্গাচর এলাকার সালাবাগ গ্রামের মুহাম্মাদ নয়া হোসেন ও তার স্ত্রী আঞ্জু বেগম। তাদের তিন ছেলে সন্তান রয়েছে। নয়া হোসেন জানায়, সে চৌদ্দগ্রাম বাজার এলাকায় রিক্সা চালিয়ে প্রতিদিন গড়ে একশ’ থেকে দেড়শ’ টাকা আয় করে। বর্তমানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অর্জিত টাকায় সংসার চলে না। ফলে সংসারে অভাব থাকায় ঋণ করে সংসার চালাতে হয়। সে ঋণের  দায় শোধ করতে সম্প্রতি জন্ম নেয়া নবজাতক এক ছেলে সন্তানকে পাশের দেড়কোটা এলাকার একজনের কাছে ৮ হাযার টাকায় বিক্রি করে দেয়।

রাজধানীর ৭০ ভাগ লোকের স্থায়ী আবাসস্থল নেই
বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর রাজধানী ঢাকার ৭০ ভাগ মানুষের স্থায়ী  কোন আবাসস্থল বা ঠিকানা নেই। সারাদেশে নিজস্ব আবাসহীন মানুষের সংখ্যা ৫০ ভাগ। এ সমস্যার সমাধানে সরকার রাজধানীর নিকটবর্তী স্থানে নির্মাণ করতে যাচ্ছে ৭টি উপশহর। উপশহরগুলোতে প্লটের পাশাপাশি তৈরি করা হবে ৫ লাখ ফ্ল্যাট। হায়ার পারচেজ ভিত্তিতে সরকারী কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষও এসব ফ্ল্যাট ২০ থেকে ২৫ বছরের কিস্তিতে ৯৯ বছরের জন্য লিজ পাবেন। ডিসিসি’র সর্বশেষ ২০০৮ সালের হিসাব অনুযায়ী, বর্তমানে ঢাকার ২ লাখ ৩১ হাযার ৫শ’ ৯০টি বাড়ীতে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস করে। এসব মানুষের শতকরা ৮০ ভাগের নিজের বাড়ী নেই। এছাড়াও ডিসিসি’র বস্তি উন্নয়ন বিভাগের হিসাবে  নগরীর  বিভিন্ন  এলাকায় ছড়িয়ে থাকা ৪ হাযার ৮শ’ বস্তিতে বসবাস করে প্রায় ৪০ লাখ লোক। যা নগরীর মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৩৩ ভাগ। এদের অনেকেরই জীবন কেটে যায় রাস্তার পাশে। ডিসিসি’র এ হিসাব অনুসারে রাজধানী ঢাকার প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব হ’ল ৩৩ হাযার ৩শ’ ৩৩ জন।

ইউএনডিপি’র রিপোর্ট
উন্নয়নধারায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়
উন্নয়নধারার দিক থেকে বিশ্বের ৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের মানব উন্নয়নসূচক গত ৩০ বছরে ৮১ শতাংশ বেড়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদন ২০১০ থেকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯।

 

বিদেশ

ইউরোপোলের রিপোর্ট
বিশ্বে সন্ত্রাসীদের ৯৯.৬ শতাংশই অমুসলিম
ইসলাম ফোবিয়ার কারণে ব্যাপকভাবে দাবী করা হয়, ‘সব মুসলমান সন্ত্রাসী নয়, তবে (প্রায়) সব সন্ত্রাসীই মুসলমান’। অথচ বাস্তব পরিসংখ্যানে কোন কোন উৎসাহী মহলের এই প্রচারণার সম্পূর্ণ বিপরীত চিত্রই পাওয়া গেছে। ইউরোপ ও আমেরিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বের মোট সন্ত্রাসী ঘটনার ৫ শতাংশের জন্যও মুসলমানরা দায়ী নয়। এফবিআই’র সরকারী নথিপত্রের আলোকে এক গবেষণায় দেখা যায়, ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত সব সন্ত্রাসী আক্রমণের মাত্র ৬ শতাংশের জন্য দায়ী মুসলমানরা। বাকী ৯৪ শতাংশের জন্য দায়ী ছিল অন্যরা (ল্যাতিনরা ৪২ শতাংশ, চরম বামপন্থীরা ২৪ শতাংশ, চরমপন্থী ইহুদীরা ৭ শতাংশ, কমিউনিষ্টরা ৫ শতাংশ, অন্য গ্রুপগুলো ১৬ শতাংশ)। আর ইউরোপে মুসলিম সন্ত্রাসী এক শতাংশেরও কম। হেগভিত্তিক ইউরোপিয়ান পুলিশ অফিস তথা ইউরোপোলের ইইউ টেরোরিজম সিচুয়েশন অ্যান্ড ট্রেন্ড রিপোর্টে প্রকৃত সন্ত্রাসের এ বাস্তব চিত্র পাওয়া গেছে।

ইসলাম গ্রহণ করলেন টনি ব্লেয়ারের শ্যালিকা লোরেন বুথ
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লোরেন বুথ। তিনি ইসলামী নিয়ম-কানূন পালন শুরু করেছেন। বাইরে বেরুচ্ছেন হিজাব পরে। নিয়মিত পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করছেন। সময় পেলেই ছুটে যাচ্ছেন মসজিদে। ছেড়েছেন মদপান। সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ারের সৎ বোন তিনি। পেশায় সাংবাদিক। কাজ করছেন ইংরেজী ভাষায় প্রচারিত ইরানী সংবাদ চ্যানেল প্রেস টিভিতে। এর আগে দীর্ঘদিন কাটিয়েছেন ফিলিস্তীনে। ইসলামের প্রতি বরাবরই সহানুভূতিশীল ছিলেন লোরেন। তিনি বলেন, ইসলাম মানুষের মনে যে শক্তি আর স্বস্তি যোগায় তাতে আমি সব সময়ই মুগ্ধ হতাম। পেশাগত কারণেই ইসলামকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন লোরেন। তিনি পবিত্র কুরআন পাঠ শিখছেন। এ পর্যন্ত ৬০ পৃষ্ঠা পড়েছেন বলে তিনি জানান।

চীনে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার চালু
চীনে বিশ্বের বৃহত্তম সুপার কম্পিউটার চালু করা হয়েছে। এ সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে ২৫০৭ ট্রিলিয়ন হিসাব কষতে সক্ষম। গত ২৮ অক্টোবর রাজধানী বেইজিংয়ের অদূরে তিয়ানজিন ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টারে এ বিশাল কম্পিউটার স্থাপন করা হয়েছে। চীনের এ সুপার কম্পিউটারের নাম ‘তিয়ানজিওয়ান-এ’। চীনা ভাষায় ‘তিয়ানজি’ অর্থ ছায়াপথ। ২শ’ বিজ্ঞানী দু’বছর অক্লান্ত পরিশ্রম করে এ সুপার কম্পিউটার তৈরী করেছেন। এ কম্পিউটারের দাম ৮ কোটি ৮০ লাখ ডলার। তাতে রয়েছে ১০৩টি কেবিনেট। ওযন ১৫৫ টন। পুরো যন্ত্রটি চালু রাখতে ৪ দশমিক শূন্য ৪ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এ সুপার কম্পিউটার তৈরীতে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হয়েছে। ৭ হাযার গ্রাফিক্স কার্ড এবং ১৪ হাযার ইন্টেল প্রসেসর চিপসের সমন্বয়ে এ কম্পিউটার তৈরী করা হয়েছে।

মস্কোতে বৃষ্টি উপেক্ষা করে ফুটপাতে জুম‘আর ছালাত আদায়
মসজিদ না থাকায় রাশিয়ার রাজধানী মস্কোর মুসলমানরা ফুটপাতে ছালাত আদায় করতে বাধ্য হন। রুশ মুসলমানগণ মস্কোর বৃহত্তম মসজিদের বাইরে ফুটপাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে জুমার ছালাত আদায় করেন। মস্কোর মুসলমানদের জুম‘আর ছালাত নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কেননা এ নগরীতে মসজিদ মাত্র চারটি। মস্কোর বৃহত্তম মসজিদ পরিপূর্ণ হয়ে গেলে মুছল্লীদের নিকটবর্তী প্রশাসনিক অফিসে আশ্রয় নিতে হয়। সেখানেও জায়গা সংকুলান না হ’লে তাদের দাঁড়াতে হয় ফুটপাতে।

পাকিস্তানে সামরিক ঘাঁটি করতে চায় কানাডা
দুবাই থেকে কানাডার গোপন সামরিক ঘাঁটি উঠিয়ে দেয়ার পর আফগানিস্তানে ন্যাটোর সামরিক তৎপরতা অব্যাহত রাখার সুবিধার্থে পাকিস্তানের করাচী বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছে কানাডা। করাচী বিমানবন্দর ছাড়াও কানাডা পাকিস্তানের একটি বিমানঘাঁটি ব্যবহার করতে চায়। মধ্যপ্রাচ্য থেকে সামরিক স্থাপনা ও কানাডিয়ান সেনাবাহিনী উচ্ছেদ হবার পর আগামী বছরে আফগানিস্তান থেকে কানাডিয়ান সেনাবাহিনী ফিরিয়ে আনার পরিকল্পনা ব্যাহত হ’তে পারে, এই যুক্তিতে কানাডা এখন পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

আত্মজীবনীতে জর্জ ডব্লিউ বুশ
ইরাকে ব্যাপকবিধ্বংসী অস্ত্র না পাওয়া আমাকে এখনও পীড়া দেয়
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আক্ষেপ করে বলেছেন, ইরাকে ব্যাপকবিধ্বংসী অস্ত্র খুঁজে না পাওয়া আমার জন্য এখনও পীড়াদায়ক এক অনুভূতি। সম্প্রতি জর্জ ডব্লিউ বুশ তার প্রকাশিতব্য আত্মজীবনী ‘ডিসিশন পয়েন্টস’-এ এসব কথা বলেন। আত্মজীবনীতে বুশ ইরাক আগ্রাসনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ইরাকের জনগণ স্বৈরাচার একনায়ক সাদ্দামের শাসনামলের চেয়ে অনেক ভাল আছে। মার্কিন যুক্তরাষ্ট্রও রাসায়নিক ও জীবাণু অস্ত্রের অভিলাষী সাদ্দাম হোসেন ছাড়া ভালই আছে।

মার্কিন কংগ্রেসে প্রথম বাংলাদেশী সদস্য হেনসেন ক্লার্ক
গত ২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্যক্তি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য পদে জয়ী হয়েছেন। মিশিগান অঙ্গরাজ্যের ১৩ ডিস্ট্রিক্ট থেকে হেনসেন ক্লার্ক নামের যিনি বিজয়ী হয়েছেন তার বাবা ছিলেন বাংলাদেশী। তাদের পৈতৃক নিবাস সিলেটের বিয়ানী বাজারে।






আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে ভারতে
করোনায় আটকেপড়া ছেলেকে আনতে স্কুটিতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন মা
স্বদেশ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষকের আত্মসম্মানবোধ নেই - -অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাবি
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
স্বদেশ-বিদেশ
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
মেয়ে না হওয়ায় ছেলেকে গলা টিপে হত্যা
রাশিয়ায় সুবিশাল মসজিদের উদ্বোধন করলেন পুতিন
স্বদেশ-বিদেশ
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
আরও
আরও
.