ত্রিমোহনী, ঢাকা ৩০শে মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার খিলগাঁও থানাধীন হাজী রুস্তম আলী মাষ্টার জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে ত্রিমোহনী-নাছিরাবাদ এলাকা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে মাঈনুল কবীরকে সভাপতি ও আফযাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ত্রিমোহনী-নাছিরাবাদ এলাকা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আলমগীর আযাদ (সবুজ)।

হাড়িয়ারকুঠি, তারাগঞ্জ, রংপুর ৩০শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর যেলার তারাগঞ্জ থানাধীন হাড়িয়ারকুঠি ‘সোনামণি মাদরাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-‘আওনের প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুকছেদুর রহমান ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ আকবর মন্ডল। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন।







দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মারকায সংবাদ (আইসিটি বিষয়ক ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ)
সংগঠন সংবাদ
প্রশিক্ষণ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
মারকায সংবাদ গ্রন্থপাঠ প্রতিযোগিতা
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়া শাখা গঠন)
মৃত্যু সংবাদ
সেশন কর্মী সম্মেলন ২০১৯-২১ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক তাবলীগী সফর
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.