‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৬ই জুন রবিবার হ’তে ২৮শে জুন শুক্রবার পর্যন্ত বগুড়া ও গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

বগুড়া: গত ১৬ই জুন রবিবার বাদ মাগরিব তিনি বগুড়া যেলার সোনাতলা থানাধীন সুজাইতপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা চামুরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৭ই জুন সোমবার বাদ যোহর শিকারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হলিদাবাযার আহলেহাদীছ জামে মসজিদে; ১৮ই জুন মঙ্গলবার বাদ মাগরিব শালিখা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা মধুপুর-পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৯শে জুন বুধবার বাদ যোহর হুয়াকুয়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব নিশ্চিন্তপুর আহলেহাদীছ মসজিদে; ২০শে জুন বৃস্পতিবার সকাল ৯-টায় মিলনেরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। ২১শে জুন শুক্রবার তিনি  শালিখা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

গাইবান্ধা-পূর্ব: ২২শে  জুন শনিবার বাদ মাগরিব তিনি গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সাঘাটা থানাধীন তাওহীদ ট্রাষ্ট নির্মিত বাজিতনগর আহলেহাদীছ জামে মসজিদে; ২৩শে জুন রবিবার বাদ যোহর আমদিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর দক্ষিণ আমদিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা তাওহীদ ট্রাষ্ট নির্মিত বারকোনা বাযার আহলেহাদীছ জামে মসজিদে; ২৪শে জুন সোমবার বাদ যোহর বারকোনা মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর পশ্চিম পবনতইর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব ডাকবাংলা বাযার মাদ্রাসা জামে মসজিদে; ২৫শে জুন মঙ্গলবার বাদ আছর সাঘাটা ডিগ্রী কলেজ সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব তাওহীদ ট্রাষ্ট নির্মিত চিনিরপটল আহলেহাদীছ জামে মসজিদে; ২৬শে জুন বুধবার বাদ যোহর তাওহীদ ট্রাষ্ট নির্মিত হলদিয়া আহলেহাদীছ জামে মসজিদ, বাদ আছর  বেড়াগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব থৈকরেরপাড়া ১নং জাবালে নূর জামে মসজিদ; ২৭শে জুন বৃহস্পতিবার বাদ যোহর থৈকরেরপাড়া (বালুর ভিটা) ২নং আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব যোগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ২৮শে জুন শুক্রবার বাদ ফজর তাওহীদ ট্রাষ্ট নির্মিত ধনারুহা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হাট ভরতখালী আহলেহাদীছ জামে মসজিদে ও বাদ মাগরিব মুক্তিনগর আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, ধনারুহা আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন।






কেন্দ্রীয় দাঈর সফর
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
প্রবাসী সংবাদ (তাবলীগী সভা)
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ (মাসিক ইজতেমা)
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.