‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৬ই জুন রবিবার হ’তে ২৮শে জুন শুক্রবার পর্যন্ত বগুড়া ও গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

বগুড়া: গত ১৬ই জুন রবিবার বাদ মাগরিব তিনি বগুড়া যেলার সোনাতলা থানাধীন সুজাইতপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা চামুরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৭ই জুন সোমবার বাদ যোহর শিকারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হলিদাবাযার আহলেহাদীছ জামে মসজিদে; ১৮ই জুন মঙ্গলবার বাদ মাগরিব শালিখা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা মধুপুর-পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৯শে জুন বুধবার বাদ যোহর হুয়াকুয়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব নিশ্চিন্তপুর আহলেহাদীছ মসজিদে; ২০শে জুন বৃস্পতিবার সকাল ৯-টায় মিলনেরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। ২১শে জুন শুক্রবার তিনি  শালিখা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

গাইবান্ধা-পূর্ব: ২২শে  জুন শনিবার বাদ মাগরিব তিনি গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সাঘাটা থানাধীন তাওহীদ ট্রাষ্ট নির্মিত বাজিতনগর আহলেহাদীছ জামে মসজিদে; ২৩শে জুন রবিবার বাদ যোহর আমদিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর দক্ষিণ আমদিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা তাওহীদ ট্রাষ্ট নির্মিত বারকোনা বাযার আহলেহাদীছ জামে মসজিদে; ২৪শে জুন সোমবার বাদ যোহর বারকোনা মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর পশ্চিম পবনতইর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব ডাকবাংলা বাযার মাদ্রাসা জামে মসজিদে; ২৫শে জুন মঙ্গলবার বাদ আছর সাঘাটা ডিগ্রী কলেজ সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব তাওহীদ ট্রাষ্ট নির্মিত চিনিরপটল আহলেহাদীছ জামে মসজিদে; ২৬শে জুন বুধবার বাদ যোহর তাওহীদ ট্রাষ্ট নির্মিত হলদিয়া আহলেহাদীছ জামে মসজিদ, বাদ আছর  বেড়াগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব থৈকরেরপাড়া ১নং জাবালে নূর জামে মসজিদ; ২৭শে জুন বৃহস্পতিবার বাদ যোহর থৈকরেরপাড়া (বালুর ভিটা) ২নং আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব যোগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ২৮শে জুন শুক্রবার বাদ ফজর তাওহীদ ট্রাষ্ট নির্মিত ধনারুহা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হাট ভরতখালী আহলেহাদীছ জামে মসজিদে ও বাদ মাগরিব মুক্তিনগর আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, ধনারুহা আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন।






আরও
আরও
.