পথভোলা ঐ নাবিক যবে তাকায় গগণ পানে,
জানায় তারা পথের দিশা চলে সঠিক পানে।
ভ্রান্ত পথে আছে যারা এ ধরণী পরে,
তাহরীকের জ্ঞানের দিশা বিলাও তাদের তরে।
নিশির পথিক পথ না পেয়ে ছাড়ে আখি বারি,
আকাশ ভেদে ঊষার আলো দেয় যে দিশা তারি।
যেজন ভাবে ভুবন মাঝে নেইকো অহি-র জ্ঞান,
আত-তাহরীক দিবে তাকে হক পথের সন্ধান।
পেটের জ্বালা মিটায় শিশু দুগ্ধ করে পান,
দুস্থ তরে ভবে এটা রবের সেরা দান।
পরকালে বাঁচার তরে যে চায় সঠিক দিশা,
দুগ্ধসম আত-তাহরীক মিটায় তাহার তৃষা।
আত-তাহরীক হোক না সবার জ্ঞানের আবাসন,
এরই মাঝে অহি-র দাওয়াত বিলায় মানব মন।