আসমান-যমীনে যত সৃষ্টি রয়

মানুষের মত সৃষ্টি কোনটিই নয়।

মানুষের মধ্যে আবার নবী-রাসূলগণ

সবার উপরে শ্রেষ্ঠ নিরঞ্জন।

দায়িত্ব তাদের লোক ময়দানে

আল্লাহর বিধান প্রচার করেন কায়মনে।

হেন কারণে তারা নিষ্পাপ মা‘ছূম

জগৎপতির কাছে পান উঁচু আসন।

রাসূলদের আগমন বিশ্বে বন্ধ হয়েছে

দায়িত্ব তাদের এখন উম্মত পেয়েছে।

মানুষের মাঝে তাই দ্বীনের আহবান

আদেশ করেন তাদের পাক সুবহান।

ইসলামকে বিজয়ী করাই দাওয়াতের কাজ

আল্লাহর পথে ডাকো তাই সকলকে আজ।

দায় মুক্ত হবে তুমি খলীফা আল্লাহর

ইসলামের পথে দাওয়াত দানের দায়িত্ব আমার।

দাওয়াত দানের উপকার বলে নেই শেষ

গড়ে আদর্শ সমাজ দামী হয় দেশ।

যে সকল মানুষ আজ অন্যায়ে রত

তাদের ন্যায়ের দিকে করে ধাবিত।

বড় একটি অংশ আজ আসছে এই পথে

বিশ্ব এখন উপকার পাচ্ছে হাতে নাতে।

-আব্দুল ক্বাদের আকন্দ

শান্তিনগর, দেবীগঞ্জ, পঞ্চগড়।







আরও
আরও
.