আল-ক্বাছীম, সঊদী আরব ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৯-টায় সঊদী আরবের আল-ক্বাছীম যেলার আল-খাবরা এলাকায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার উদ্যোগে বার্ষিক কর্মী সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়। সঊদী শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আখতার মাদানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, আত-তাহরীক পাঠক ফোরাম সঊদী আরব শাখার সভাপতি মুস্তাফীযুর রহমান প্রমুখ। সম্মেলনে বাংলাদেশ থেকে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে নছীহতমূলক বক্তব্য পেশ করেন। এছাড়া গ্রুপভিত্তিক প্রতিযোগিতা পরিচালনা করেন ইমরান হোসাইন মোল্লা এবং আল্লাহর বড়ত্ব বিষয়ক ভিডিও প্রদর্শন করেন মুহাম্মাদ আলী হায়দার। সম্মেলনে রিয়াদ, জেদ্দা, মদীনা, খাফজী, আল-ক্বাছীম ও দাম্মাম প্রভৃতি যেলা থেকে প্রায় দুইশত দায়িত্বশীল ও কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই মাদানী।

রিয়াদ, সঊদী আরব ২রা ফেব্রুয়ারী, শুক্রবার : অদ্য বাদ মাগরিব রিয়াদস্থ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ছানাইয়া আছেমা শাখার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীন। তাবলীগী ইজতেমায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সোহরাব হোসেন, দফতর সম্পাদক এমরান সাঈদ মোল্লা ও আত-তাহরীক পাঠক ফোরামের উপদেষ্টা কালামুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র শাখার দায়িত্বশীল মুনীর হুসাইন।







কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হজ্জব্রত পালন
ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
ইসলামী সম্মেলন
আল-‘আওন
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২১)
সংগঠন সংবাদ
আরও
আরও
.