দাওকান্দী, দূর্গাপুর, রাজশাহী ৮ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার দূর্গাপুর থানাধীন দাওকান্দী আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’ দাওকান্দী এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক ফুরক্বান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ।

বাঁকাল, সাতক্ষীরা ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সাতক্ষীরা যেলা শহরের বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বাঁকাল মারকায এলাকা কমিটি গঠন উপলক্ষে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি নাফীস আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সহ-সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলাওয়ার হোসাইন, অর্থ সম্পাদক শফিউল্লাহ ও তাবলীগ সম্পাদক নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আবু তাহের। উল্লেখ্য যে, এ সময় যেলার আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব অডিট করা হয়।

কৈমারী, জলঢাকা, নীলফামারী ২১শে জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর যেলার জলঢাকা থানাধীন কৈমারী বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল জলীল ও সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান।

লাল জুম‘আ, ডিমলা, নীলফামারী ২২শে জানুয়ারী সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলার ডিমলা থানাধীন লাল জুম‘আ আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও যেলা পরিচালক আব্দুল খালেক। উল্লেখ্য, এ সময় অত্র যেলার আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব অডিট করা হয়।

একই দিন বাদ এশা যেলার সৈয়দপুর শহরস্থ আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার।







আরও
আরও
.