এক, দুই, তিন করে হ’ল দিন শেষ,
চলে যাব আল্লাহর ডাকে মোর নিজ দেশ।
বুঝিনিতো আল্লাহর ডাকে চলে যেতে হবে,
হরষ-উল্লাসে দিন মোর কেটে গেল ভবে।
নিজ করে সাজিয়েছি পুষ্পকানন,
মন-প্রাণ দিয়ে কত সাজিয়েছি বন।
আজ দেখি সবি মোর হয়ে গেছে ভুল,
ঝরে গেল হাতে গড়া বন জোড়া ফুল।
ভাবিনিতো আমি পান্থ বটেরই ছায়ায়,
বিশ্রামে ক্ষণকাল বসে নিরালায়।
চলে যেতে হবে মোর ভাবিনিতো মোটে,
জানি না পরপারে ভালে কিইবা জোটে?
আল্লাহর ডাকে আমি দেইনি তো সাড়া
পারিনি কখনও কভু নোয়াতে শিরদাড়া।
এখন দেখি আল্লাহর কাছে ধরা দিতে হ’ল,
দর্প মম সবিশেষ খর্ব হয়ে গেল।
দিন শেষে ফকীর বেশে দিতে হ’ল ধরা
ফাঁকি দিয়ে পালাতে গেল নাতো পারা?