ভারতের বিশ্বখ্যাত দাঈ ও পীস টিভির কর্ণধার ডাঃ যাকির নায়েকের (৫২) বিরুদ্ধে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট’ (ইডি) কর্তৃক সম্পদ বাযেয়াফত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে’র অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মনমোহন সিং। একই সাথে তিনি তাঁর স্থাবর সম্পত্তি বাযেয়াফত করা যাবে না বলে জানিয়ে দেন। বিচারপতি মনমোহন সিং প্রশ্ন তোলেন, ইডি কি যাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে না? সরাসরি তিনি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, এই মামলায় এখনো পুরো চার্জশিটই দেওয়া হয়নি। তার আগেই আপনারা যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করতে চাইছেন কেন? গত ১০ বছরে আপনারা আসারামের সম্পত্তি বাযেয়াফত করতে কিছুই করেননি, অথচ সেই আপনারাই দ্রুত ডাঃ যাকির নায়েকের সম্পত্তির দখল নিতে ব্যস্ত হয়ে পড়েছেন?

বিচারপতি বলেন, ডাঃ যাকির নায়েক তাঁর ভাষণে তরুণদের সন্ত্রাসবাদী কাজে উৎসাহ জুগিয়েছেন, এমন কোনো তথ্য-প্রমাণ ইডি পেশ করতে পারেনি। ইডি-র আইনজীবী যাকির নায়েকের ভাষণে বহু যুবক জঙ্গীবাদে জড়িয়েছে বলে বোঝানোর চেষ্টা করলে বিচারপতি বিরক্তি প্রকাশ করে এই মন্তব্য করেন।

বিচারপতি ইডির আইনজীবীকে আরো জিজ্ঞেস করেন, ‘আপনারা এমন কারো মন্তব্য রেকর্ড করেছেন কি যে ডাঃ নায়েকের ভাষণ শুনে উত্তেজিত হয়েছে? ২০১৫ সালে ঢাকায় জঙ্গী হানার ক্ষেত্রে যাকির নায়েকের রেকর্ড করা ভাষণ কি ভূমিকা রেখেছে তারও কি কোনো বিশদ তথ্য পেশ করেছেন আপনারা? মনে হচ্ছে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য আপনারা তাঁর ৯৯ শতাংশ ভাষণকে বাদ দিয়ে ১ শতাংশ ভাষণের উপর নির্ভর করে রয়েছেন। আপনারা কি তাঁর ভাষণ শুনেছেন? আমি কিন্তু অনেক ভাষণ শুনেছি। আমি আপনাদের বলতে পারি, অদ্যাবধি আপত্তিকর কোনো কিছু সেখানে পাইনি। বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না। স্থিতাবস্থা বজায় রাখতে হবে।

এর ফলে যাকির নায়েকের মুম্বাইয়ের বাণিজ্যিক সম্পত্তি এবং চেন্নাইয়ের স্কুল দখল করতে পারবে না ইডি। তবে ইডি ইতিমধ্যেই তাঁর তিনটি সম্পত্তি বাযেয়াফত করার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে এই দু’টি সম্পত্তিও রয়েছে। আপাতত ইডি ওই বাযেয়াফত কার্যকর করতে পারবে না। এদিন নায়েকের আইনজীবী ট্রাইব্যুনালে জানান, ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করার আগে তাকে জানানো পর্যন্ত হয়নি।

[আল্লাহর অনুগ্রহ থাকলে বাতিলের মাধ্যমেই বাতিল পরাস্ত হবে। ডাঃ যাকির নায়েক আবারও স্বরূপে আবির্ভূত হবেন ইনশাআল্লাহ (স.স.)]






রফতানি হচ্ছে পাটখড়ির ছাই
ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
রামপাল বিদ্যুৎকেন্দ্র হ’লে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবন্ধী হবে
ইতালীতে এমপি-কন্যার ইসলাম গ্রহণে তোলপাড়
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
ফেসবুকে সবচেয়ে বেশী সময় দিচ্ছেন বাংলাদেশীরা
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন জো বাইডেন
আরও
আরও
.