দেশে শীর্ষ বিক্রিত ১০ ওষুধের মধ্যে পাঁচটিই গ্যাসের ওষুধ। তন্মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ হিসাবে পরিচিত ‘সার্জেলে’র বিক্রি বছরে এক হাযার কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে এই ওষুধ বিক্রি হয়েছে ৯০০ কোটি টাকার অধিক। বছর শেষে তা এক হাযার কোটি টাকায় পৌঁছাতে পারে। এটি দেশের সর্বাধিক বিক্রিত পণ্যগুলোর অন্যতম। একই সাথে চিকিৎসক ও রোগীদের কাছে গ্রহণযোগ্য হওয়ায় সার্জেল বছরের পর বছর ধরে বিক্রির শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া ওষুধ গুলোও একই ধরনের। একই গ্যাস্ট্রোলজিক্যাল জেনেরিকের ‘ম্যাক্সপ্রো’ ও ‘প্যান্টোনিক্স’র বিক্রি যথাক্রমে ৪৮৬ ও ৩৭৬ কোটি টাকা।
এব্যাপারে রেনাটা কোম্পানীর সেক্রেটারী জুবায়ের আলম বলেন, ‘দেশে ১৮ বছরের অধিক বয়সী যত মানুষ আছেন তাদের অধিকাংশই গ্যাস্ট্রিকের ওষুধ খান। কারণ আমাদের দেশে মানুষের মধ্যে নিয়ম মেনে খাওয়া-দাওয়ার প্রবণতা কম’। এ কারণে অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন।