বামুন্দী, মেহেরপুর ৫ই মে শুক্রবার : অদ্য সকাল ৯-টায় বামুন্দী বাযার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সমাজকল্যাণ সংগঠন ‘আল-‘আওন’ (স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা)-এর উদ্যোগে কমিটি গঠন ও রক্তের গ্রুপ নির্ধারণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের সভাপতি ডাঃ আব্দুল মতীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও বামুন্দী কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী পরিচালক ডা. নূরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-‘আওনের সহ-সভাপতি আরীফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক মোফাক্ষার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অতঃপর মুহাম্মাদ নাজমুল হুসাইনকে সভাপতি ও মুহাম্মাদ ইয়াকূব আলীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আল-‘আওনের মেহেরপুর যেলা কমিটি গঠন করা হয়।






আরও
আরও
.