রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৫ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানার কাঞ্চনস্থ ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নারায়ণগঞ্জ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও মাযহাবী বাঁধাসমূহ অতিক্রম করা দুরূহ হ’লেও জান্নাত পাওয়ার স্বার্থে তা অতিক্রম করতেই হবে এবং মুসলমানকে অবশ্যই হাবলুল্লাহর মূলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘আহলেহাদীছ আন্দোলন’ সবদিক থেকে মুখ ফিরিয়ে মানুষকে আল্লাহর রজ্জু পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার আহবান জানায়।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জালালুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান।
উল্লেখ্য, বাদ-মাগরিব যেলা কার্যালয়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত দায়িত্বশীলদের উদ্দেশ্যে দাওয়াতী কার্যক্রম যোরদার ও সাংগঠনিক মযবূতী দৃঢ় করার আহবান জানান।