মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুর, ২৮শে নভেম্বর শনিবার : অদ্য সকাল ১১-টায় ফরিদপুর শহরে প্রেসক্লাবের সামনে যেলার সালথা থানাধীন কামদিয়া গ্রামে অবস্থিত আহলেহাদীছ মসজিদ ও মাদ্রাসা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ফরিদপুর যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  গেরদা সঊদী জামে মসজিদের সভাপতি মাওলানা সৈয়দ গিয়াছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আবুল হালীম ও ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ দেলওয়ার হোসাইন, সহ-সভাপতি আব্দুছ ছামাদ, মেহেরপুর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, ফরিদপুর ‘সত্যের অন্বেষণ’-এর সহ-সভাপতি জামালুদ্দীন, আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ফরিদপুর ‘সত্যের অন্বেষণ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাকী বিল­াহ খান। উলে­খ্য যে, গত ১৮ই নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯-টায় ‘উলামা পরিষদ ও তৌহিদী জনতা’র নামে একদল উগ্রপন্থী হানাফী যেলার সালথা থানাধীন কামদিয়া গ্রামে অবস্থিত আহলেহাদীছ মসজিদ ও মাদ্রাসা ভাংচুর করে এবং সেখান থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। সাথে সাথে সেখানে ফেস্টুন টাঙিয়ে দেয় যে, ‘আহলেহাদীছের আস্তানা, সালথা থানায় থাকবে না’।

এলাকা সম্মেলন

জামদই, মান্দা, নওগাঁ ২৯শে নভেম্বর রবিবার : অদ্য বাদ আছর থেকে যেলার মান্দা থানাধীন জামদই আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামদই এলাকার উদ্যোগে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। জামদই এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল জলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও আত-তাহরীক অনলাইন টিভির পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

মাসিক তাবলীগী ইজতেমা

কেশরহাট, মোহনপুর, রাজশাহী ১৭ই নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর উপযেলাধীন কেশরহাট  আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমা কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম।

বিশ্বনাথপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৬শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর  আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম।

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৭শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ ঈসা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমা কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন।

জীবননগর, চুয়াডাঙ্গা ২৭ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার জীবননগর এলাকার উদ্যোগে জীবননগর আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। জনাব আনছারুদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র মুহাম্মাদ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান।

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার গোমস্তাপুর থানাধীন ওমরপুর আত-তাক্বওয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আলীনগর ও বাঙ্গাবাড়ী এলাকার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ রবীউল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তালীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও আত-তাহরীক অনলাইন টিভির পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উপদেষ্টা অধ্যাপক মুবীনুল ইসলাম।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৪ঠা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল আমেরিকান সিটির পার্শ্ববর্তী কালাদী বায়তুল মামূর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পূর্বাচল এলাকার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ ফিরোয মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও আত-তাহরীক অনলাইন টিভির পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও বাহরাইনের আল-ফোরক্বান ইসলামিক সেন্টারের দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা ছফিউল­াহ খান, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, যেলা আল-আওনের সভাপতি ড. আ.ন.ম. সাইফুল ইসলাম নাঈম, নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা মুহাম্মাদ জালালুল কবীর, চরপাড়া জামে মসজিদের খত্বীব হাফেয মিনহায প্রমুখ।

কর্মী প্রশিক্ষণ

স্বরূপকাঠী, পিরোজপুর ১৮ই অক্টোবর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার স্বরূপকাঠী থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাষ্টার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহবূব আলম। দরসে কুরআন ও দরসে হাদীছ পেশ করেন ‘যুবসংঘ’র কর্মী আব্দুর রহমান ও তাওহীদুল ইসলাম।

বাগমারা, রাজশাহী ১৯শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বাগমারা উপযেলাধীন কোন্দা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগমারা উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল­াহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম।

কর্মী ও সুধী সমাবেশ

রূপসা, খুলনা ১০ই অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর যেলার রূপসা থানাধীন চাঁদপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রূপসা উপযেলার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল­াহ আল-আমীন ও যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আল-আমীন প্রমুখ।

চিতলমারী, বাগেরহাট ১২ই অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর যেলার চিতলমারী থানাধীন ডরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে চিতলমারী উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আহমাদ আলী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান।

গৌরনদী, বরিশাল ২০শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার গৌরনদী থানাধীন উত্তর বিজয়পুর আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

প্রবাসী সংবাদ

ছানাইয়া, আল-খাফজী, সঊদী আরব ২৭শে নভেম্বর শুক্রবার : অদ্য রাত ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন’ আল-খাফজী, ছানাইয়া শাখার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল ওয়াহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার যুববিষয়ক সম্পাদক ও আল-খাফজী ইসলামিক দাওয়া সেন্টারের দাঈ মাওলানা আব্দুল­াহ আল-ফারূক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-খাফজী শাখার সভাপতি তোফায্যল হোসাইন ও ছানাইয়া শাখার সাংগঠনিক সম্পাদক হাফেয সাইফুল­াহ। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখার অর্থ সম্পাদক হাফেয হারূণুর রশীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসাইন।






মাসিক ইজতেমা
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা
বার্ষিক কর্মী সম্মেলন ২০২১ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
প্রশিক্ষণ
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যাত্রাণ বিতরণ
আরও
আরও
.